আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের মূল্য কি?

মানুষ হতে চাই। মানুষের মূল্য কি? (বাংলাদেশ প্রেক্ষিত) এটি মূলত গদ্যমূলক একটি আলোচনা। খুবই যখন মনখারাপ থাকে তখন বিভিন্ন বিষয় মাথায় আসে। ভাবি লিখে রাখি, এটা মনের কথা কাগজে লিখে যত্নে তুলে রাখার মত। আমরা যারা খুবই সাধারণ আমজনতা, সহজ, সরল মানুষ, তারা মনে হয় পাথরের মূর্তি হয়ে আছি।

কোন কিছু যাদের করার নেই, যাদের কোন মূল্য নেই, তাদের ভাবনার কি দাম! সব কিছু মিলিয়ে আমরা মূল্যহীন বলে এ কবিতার নাম দিলাম 'মূল্যহীন' মাহমুদ হাসানাত আমাদের ভাবনার আর মূল্য কি? আমাদের জীবনের আর মূল্য কি? দেশে যখন গণতান্ত্রিক একনায়কতন্ত্র, মন্ত্রীরা সব পড়ায় মন্ত্র, নিত্য অহরহ, বাজার চড়া, দিশেহারা, প্রতিদিনই দামের ভারে হচ্ছি মোরা সারা। মন্ত্রীদের মুখের বুলি দাম নাকি সব ঠিকই আছে, মিথ্যে কথার বুলির জোড়ে, চোর বাটপার, করছে পকেট ফাঁকা। মন্ত্রী দেশের বাংলাদেশের, কথায় পাকা, সবই ফাঁকা, জনগণের পকেট খাঁখাঁ। বলতে পারো আমরা কত? ওরা মোদের পিসরে কত? বুকের ভেতর বাড়বে ক্ষত, মানুষ যদি মানুষ হত! এই লোভীদের কি ক্ষমতায় বসাত। এখন ওরা ভাবে, দেশের যত আবাল বলদ, মূল্যহীনের মত।

পাখি মেরে জেল জরিমানা এরুপ আছে প্রচুর দৃষ্টান্ত, বাংলাদেশের মানুষগুলো ভেসে থাকে পুকুর নালায়, পায় না মাটি, পায় না পানি, মূল্যহীনের মত। এটাই নাকি ডিজিটালি জমানার আলামত!!! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.