আমাদের কথা খুঁজে নিন

   

অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা।

রিয়াদে প্রবাসী ব্লগারদেরকে নিয়ে আমরা বিজয়ের ৪০ বছর উদযাপন করেছি, কিন্তু বিজয়ের ৪০ বছর পরে বিজয় দিবস উদযাপনের দিন ১৬ ডিসেম্বরে যদি বাংলাদেশের সীমান্তে ৪জন বাংলাদেশি খুন হয়, তাহলে কি বলা যায় আমরা সত্যিকারে স্বাধীন হতে পেরেছি? পাকিস্তানের ভূখণ্ড ভাগ হয়ে আমরা বাংলাদেশ পেয়েছি, মহান শহিদদের রক্তের বিনিময়ে আমরা একটি ভূখণ্ড পেয়েছি, কিন্তু ঐ ভূখণ্ডের মানুষ কি আজও স্বাধীনতা পেয়েছে? বিজয়ের ৪০ বছর পরেও কেন আমাদের নতজানু পররাষ্ট্র নীতি? কেন দেশের মানুষ নিরাপদ নয়? কেন সীমান্তে গুলি? কেন সীমান্তের ভূমি নিয়ে যাবে পার্শ্ববর্তী দেশ? কেন নিজ দেশের নদী খাল বিলের উপর বাঁধ দিয়ে, নিজ দেশের ভূখণ্ডের মাঝ খান দিয়ে পার্শ্ববর্তী দেশকে ট্রানজিট দিতে বাধ্য হব? কেন পার্শ্ববর্তী দেশ আন্তর্জাতিক আইন অমান্য করে নদী গুলোতে বাঁধ দিয়ে উজানের দেশ বাংলাদেশ কে ধ্বংস করবে? কেন দেশের সেনা বাহী-নির অসংখ্য চৌকশ অফিসার খুন হলেও আমরা নীরব ভূমিকা পালন করবো? কেন স্বাধীন দেশের রাজনৈতিক নেতাদের একটি অংশ পার্শ্ববর্তী দেশের গোলামী করবে? কেন সংখ্যা গরিষ্ঠ মুসলিম দেশ হওয়া সত্যেও মুসলমানরা সংখ্যা লগুর ভূমিকায় থাকবে? কেন দেশের মানুষ ডান বামে বিভক্ত হয়ে থাকবে? কেন আমাদের বাক স্বাধীনতা হরণ করা হবে? কেন আমাদের মা বোনদের ইজ্জত লুণ্ঠন করে সেঞ্চুরি পালন করবে? কেন স্বাধীন দেশের বিশ্ব বিদ্যালয়, কলেজ, গুলোতে সকল ছাত্র সংগঠনের সহবস্থান নিশ্চিত করা যাবে না? কেন স্বাধীন দেশের সকল রাজনৈতিক দল দেশের স্বার্থে এক টেবিলে বসতে পারবে না? কেন সংখ্যা গরিষ্ঠ মুসলিম-দেশ হয়েও আজ বিশ্বর অন্যান্য মুসলিম দেশে বাংলাদেশীরা কোণঠাসা হয়ে থাকবে? কেন বিদেশী শক্তি বাংলাদেশের খনিজ সম্পদ লুট করে নিয়ে যাওয়ার সাহস দেখাবে? কেন জনগণের অক্লান্ত পরিশ্রমের পর খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েও দেশের মুদ্রার মান কমে যাচ্ছে? পাকিস্তান আমলে সেনা বাহী-নি রাজপথে গুলি করে পূর্ব পাকিস্তানীদেরকে খুন করেছিল। আর আওয়ামীলীগ স্বাধীন বাংলাদেশের রাজপথে পিটিয়ে নৃশংস ভাবে মানুষ খুন করতেছে, এর নাম কি স্বাধীনতা? বাংলাদেশের বাজার ভারতের দখলে, এর নাম কি স্বাধীনতা? বাংলাদেশের সিনেমা হলে ভারতের ছবি, এর নাম কি স্বাধীনতা? বাংলাদেশের ইলিশ, বিদেশের মাটিতে বাংলাদেশের শ্রমবাজার, বাংলাদেশের সোনালী আশ, সবই ভারতের দখলে এর নাম কি স্বাধীনতা? বাংলাদেশের সরকার গঠন হয় ভারতের ইচ্ছায়, এর নাম কি স্বাধীনতা? আসুন আমরা শপথ করি আমাদের মুক্তিযুদ্ধের শহিদদের রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীন ভূখণ্ড পেয়েছি, সে ভূখণ্ডকে স্বাধীন দেশে পরিণত করি। যে দেশের মানুষ দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকবে। হাজারো না পাওয়ার মাঝে যেটুকু পেয়েছি তার জন্যে মহান আল্লাহর দরবারে শোকর আদায় করছি। সেই পাওয়াকে বুকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যাওয়ার পত্যয় ব্যক্ত করছি।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.