আমাদের কথা খুঁজে নিন

   

অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা



অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা- হুবুহুবই থেকে কোটেশন আকারে আপনাদের কাছে উপস্থিত করেছি যাতে বই পড়া বিমুখদের কিঞ্চিত হলেও উপকার পাবেন। # 17 ই এপ্রিল 1971 সালে মুজিব নগর স্থাপতি হয় 4 সদস্য বিশিষ্ঠ মন্ত্রীসভা। ঘোষনা করা হয় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রথেকে: 1. স্বাধীন বাংলাদেশে প্রথম রাষ্ট্রপতি ----------শেখ মুজিবুর রহমান 2. ভাইস প্রেসিডেন্ট ----------সৈয়দ নজরুল ইসলাম 3. প্রধান মন্ত্রী ----------জনাব তাজউদ্দীন আহমেদ 4. পররাষ্ট্রমন্ত্রী ---------- খন্দকার মোশতাক আহমেদ 5. স্বররাষ্ট্রমন্ত্রী ----------এ.এইচ.এম কামারুজ্জামান 6. অর্থমন্ত্রী ---------- মনসুর আহমেদ 7.প্রধান সেনাপতি ----------আতাউল হক গনী ওসমানী # 1971সালে 3রা ডিসেম্বর পাকিস্তান কতৃক ভারতে পশ্চিম সীমান্তআনুষ্ঠানিক ভাবে যুদ্্ব ঘোষনা করে। # আওয়ামীলীগ 1972 সালে রাষ্ট্রের সংবিধানে 4টি মূলনীতি নির্ধারন করে দেয়: 1. গনতন্ত্র 2. সমাজতন্ত্র 3. ধর্মনিরেপক্ষতা এবং 4. জাতীয়তাবাদ 1. গনতন্ত্র: * গনতন্ত্র রাজনীতি শ্লোগান হচ্ছে পুজিবাদ। * সম্পদে ব্যাক্তিমালিকানা বিশ্বাসী পুজিবাদ জোলোম-শাসন অব্যাহত রাখার স্বার্থে প্রবর্তন করে আমলাতান্ত্রিক প্রশাসনিক কাঠামোতে।

*সম্পদশালারাই আইন প্রনয়ন কারী সংস্থা প্রতিনিধিত্ব অর্জন করে। * সমস্ত প্রশাসনই বিত্তবানদের অনুগত হওয়া। * কোটি কোটি অবেহেলিত মানুষকে অবেহেলিত রেখে পুজিবাদ সংসদীয় গনতন্ত্রের মাধ্যমে বিত্তবানদের হাতে যাবতীয় সম্পদ ও উৎপাদন যন্ত্রের মালিকানা কেন্দ্রেভূত করে, এটাই পুজিবাদের চুড়ান্ত লক্ষ্য। 2) সমাজতন্ত্র: * সমাজতন্ত্র পুজিবাদের বিরোধী দর্শন। * বস্তুবাদভিত্তিক সমাজতন্ত্র পুজিবাদদের কবর রচনা করার মাধ্যমে আত্নপ্রকাশ করে।

*পুজিবাদ ব্যাক্তি মালিকানা বিশ্বাসী আর সমাজতন্ত্র রাষ্ট্রিয় মালিকানা ভিত্তিক বা উৎপাদন যন্ত্র অধিকারী হচ্ছে সমাজতন্ত্র। * সমাজতন্ত্রের মা্যধমে রাষ্ট্রিয়করন করার নামে ব্যাক্তিকরন বা গোষ্টিকরন করা হয়। 3) ধর্মনিরেপক্ষতাবাদ: * পুজিবাদ এবং সমাজতন্ত্রবাদ দমন করার যায় বা আধ্যাতি্নকভাবে শূন্য কোটায়। কিন্তু ধর্মকে দমন করা যায় না। * ধর্মনিরেপক্ষতাবাদ হচ্ছে বস্তুভিত্তিক দর্শনের সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি।

* এই মতবারে স্রষ্টা কিংবা পরলৌকিকের কোন স্থান নেই কারন এর চুড়ান্তভাবেই বস্তুকেন্দ্রিক এবং অধিবিদ্যামুক্ত। * ধর্মনিরেপক্ষতাবাদের মাধ্যমে ধর্মের প্রতি বীতশ্রদ্্বা করে তুলে এবং ধমর্ীয় অনুভূতিকে শূন্যের কোটায় মিটিয়ে দেয়। * ধর্মনিরেপক্ষতাবাদ মূল টার্গেট থাকে তরুন যুবকদের। 4) জাতীয়তাবাদ: * জাতীয়তাবাদ জাতিকে ধর্মের প্রতি বিমুখ করে তুলে। * জাতীয়তাবাদের মাধ্যমে মানুষ/জাতীকে অহংকারী করে তুলে এবং জাত অভিমান হিংসা বিদ্্বেষের জম্ম দেয়।

* জাতীয়তাবাদ জাতিকে হীনমন্নতা করে তোলে এবং জাতিকে অস্থি-মজ্জা শুকিয়ে করে তুলে। # মুক্তিযুদ্্বরা সবচেয়ে বেশি তিগ্রস্থ হয়েছে স্বাধীনতা অর্জনের দাবিদার আওয়ামীলীগ এবং স্বাধীনতা ঘোষক জিয়া সরকার আমলেই। # 1971 সালে জুন মাস পর্যন্ত "স্বাধী বাংলা" সরকারের কোন অফিস ছিল না। জুন মাস দ্্বিতীয় সপ্তাহেরদিকে পশ্চিম বাংলায় কলকাতা নগরীর 8নম্বরে থিয়েটার রোডে অবস্থিত ভারতীয় বিএসএফ এর অফিস খালি করে মন্ত্রীসভাকে (পূর্ব বাংলার)আনুষ্ঠানিকভাবে সুযোগ করে দেয়। # 3রা ডিসেম্বর 71নালে থেকে 16/17ডিসেম্বর এই মোট 14দিনে ভারতীয় সেনাবাহিনীকে আনুমানকি 13 থেকে 14 হাজার সদস্য প্রান হাড়ায়।

অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা-মেজর এম এ জলিল (সেক্টর কমান্ডার)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.