আমাদের কথা খুঁজে নিন

   

‘আপত্তিকর ব্যঙ্গচিত্র নষ্ট করে দেশের ভাবমূর্তি’। তাই আসুন দেশের কিছু ভাবমূর্তি বৃদ্ধিকারী ছবি দেখি

টিভি বা ইন্টারনেটের মাধ্যমে ‘আপত্তিকর’ ব্যঙ্গচিত্র বা কার্টুন প্রকাশ করা উচিৎ নয় মন্তব্য করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, এগুলো দেশের ভাবমূর্তি নষ্ট করে। দয়া করে কেউ আর নেতানেত্রীদের নিয়ে কোনো আপত্তিকর কিংবা ফান ফটো দিবেন না, যা দিবেন, আসল ছবি দিবেন। তাই আমাদের দেশটা কেমন চলছে, সেটা কিছু ছবি দিয়ে বুঝার চেষ্টা করি। এই আমাদের বাংলাদেশ, কার্টুন দিলে তাঁরা কষ্ট পান, কিন্তু এই ছবিগুলোকে কি অস্বীকার করতে পারবেন? এই ছবিগুলো তো বাংলাদেশের চলমান প্রতিচ্ছবি। প্রতিনিয়তই আমরা এমন ছবি দেখে আসছি।

আরো খবর: এক সংলাপে উপদেষ্টাকে প্রশ্ন করা হয়েছিলো- “বাংলাদেশের সংবিধানে ব্যক্তিগত মত প্রকাশের অধিকার দেওয়া হলেও ফেসবুক কিংবা ব্লগে কোনো রাজনৈতিক ব্যক্তির ব্যাঙ্গচিত্র বা কার্টুন প্রকাশিত হলে তা বন্ধ করে দেওয়া হয় কেন?” প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইমাম অন্য একটি প্রশ্নের উত্তরে বলেন, “বাংলাদেশের মিডিয়া সর্বত্র স্বাধীনতা উপভোগ করছে। বর্তমান সরকার মিডিয়ার ওপর কোনো ধরনের বিধি-নিষেধ আরোপের বিষয়ে বিশ্বাস করে না। ” ইন্টানেটে তথ্য প্রকাশ জাতির জন্য হুমকি কি না- এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, “যে সব তথ্যের মাধ্যমে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে, সে সব বিষয় ইন্টারনেটে প্রকাশের বিষয়ে বিধিনিষেধ থাকা উচিৎ। ” “মত প্রকাশের স্বাধীনতা মানে এই নয় যে ‘একজনের স্বাধীনতা অন্যের সর্বনাশ,” বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। ____________________________________________ উপরের সবগুলো ছবি গুগল থেকে নেওয়া, শুধু বাংলাদেশ লিখে সার্চ দিয়েছিলাম।

আশা করছি, আমাদের মাননীয় উপদেষ্টা মনে কষ্ট পাচ্ছেন না। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.