আমাদের কথা খুঁজে নিন

   

টেস্টেও সেরা অলরাউন্ডার সাকিব

কাছাকাছি৯৬ একদিনের ক্রিকেটেই আগেই পেয়েছেন সেরা অলরাউন্ডারের মুকুট। এবার টেস্টেও হলেন সেরা। অনেকদিন রাজত্ব করা দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিসকে পেছনে ফেলে টেস্টের সেরা অলরাউন্ডার এখন সাকিব। পয়েন্টের ব্যবধান ৭। ৪০৪ পয়েন্ট নিয়ে চার শতাধিক পয়েন্টে রয়েছেন একমাত্র তিনিই।

তার পেছনে থাকা ক্যালিস ৩৯৭, নিউজিল্যান্ডের অধিনায়ক ড্যানিয়েল ভেটরি ৩৮৫, অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন ৩৭৯ আর ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডের পয়েন্ট ২৭৬। পাকিস্তানের সঙ্গে সদ্যসমাপ্ত টেস্ট সিরিজে ৫২.২৫ গড়ে একটি শতক ও একটি অর্ধশতকসহ ২০৯ রান এবং ৩৫.৭১ গড়ে ৭ উইকেটই এ উত্তরণে তাবিজ হিসেবে কাজ করেছে। একদিনের ক্রিকেটে পাকিস্তানের মোহাম্মদ হাফিজের চেয়ে ১৩ পয়েন্ট বেশি নিয়ে এক নম্বরে রয়েছেন বাংলাদেশের সাবেক এ অধিনায়ক। সাকিবের পয়েন্ট ৪২০ আর হাফিজের ৪০৭। পরে তিনটি স্থানে রয়েছেন শেন ওয়াটসন (৪০৫), পাকিস্তানের শহীদ আফ্রিদি (৩৭০) আর জ্যাক ক্যালিস (৩৫২)।

পয়েন্টের ব্যবধানেই বোঝা যায় অন্যদের তুলনায় কতটা এগিয়ে বাংলাদেশের এ ক্রিকেটার। সবচেয়ে মজার ব্যাপার হলো একদিনের ক্রিকেট বা টেস্ট কোনোটাতেই বোলি-ব্যাটিংয়ে সেরা পাঁচে নেই সাকিব। বাংলাদেশের পক্ষে ২৬ টেস্টে ৪৯ ইনিংস ব্যাট করা সাকিবের রানের গড় ৩৪.৬৮। দু’টি শতক ও নয়টি অর্ধশতকে মোট রান এক হাজার ৬৩০। বোলিংয়ে ৩১.৩৬ গড়ে তার মোট শিকার ৯৬।

নয় ম্যাচে পাঁচ বা এর বেশি উইকেট পেয়েছেন তিনি। সেরা এক ইনিংসে ৩৬ রানে ৭ উইকেট আর ম্যাচে ১১৫ রানে ৯ উইকেট। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।