আমাদের কথা খুঁজে নিন

   

বলের ধাঁধাঁ - সোজা ধাঁধাঁ - বলুন দেখি ২

ভাঙ্গতে পারবে না আমি ভঙ্গুর নই। ছুঁতে পারবে না কভু যদি ক্ষিপ্র হই। কদিন আগে একটি ধাঁধাঁ দিয়েছিলাম, আজকের ধাঁধাঁটি একই রকমের আরো বেশি সহজ। ঐ ধাঁধাঁটি যারা দেখেছেন আজকের ধাঁধাঁটির অন্তত অর্ধেক তাদের সহজেই পারার কথা। আপনাকে একই চেহারার তিনটি ব্যাগ দেয়া হলো।

প্রতিটি ব্যাগে ২টি করে বল আছে। প্রথম ব্যাগে ২টি সাদা, দ্বিতীয় ব্যাগে ১টি সাদা ১টি কালো, এবং তৃতীয় ব্যাগে ২টি কালো বল আছে। ব্যাগ গুলি থেকে আপনি আন্দাজে যেকোন একটি ব্যাগ নিলেন এবং একটি বল তুললেন, এবং দেখলেন বলটির রঙ সাদা। এখন বলুন, ১। ঐ ব্যাগটি প্রথম ব্যাগ হওয়ার সম্ভবনা (Probability) কত? ২।

ঐ ব্যাগের বাকী বলটি সাদা হওয়ার সম্ভবনা কত? সবাই পারলে উত্তরের সপক্ষে একটু ব্যাখ্যা করবেন। যারা সমাধান করতে চান তারা ৭ নং কমেন্ট দেখবেন না। বি.দ্র.: আমার দেয়া আগের ধাঁধাঁয় কমেন্টের শেষের দিকে ২/১ জন প্যাচ লাগিয়ে ফেলেছে বিধায় এই অপেক্ষাকৃত সহজ ধাঁধাঁটি দিয়েছি। আগের ধাঁধাঁটিতে আমি রচনামূলক প্রশ্নের মত ব্যাখ্যা করেছি তারপরেও এটি দিয়েছি আগের ধাঁধাঁটি ক্লিয়ার হওয়ার জন্য। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.