আমাদের কথা খুঁজে নিন

   

প্রথম ক্ষণে ।

ঊষর মরুর ধূষর বুকে একটি যদি শহর গড় , একটি হৃদয় সুখী করা তাহার চাইতে অনেক বড় । পরস্পরের প্রথম দেখায় মৌন কিছুক্ষন, কিছু আবেগ কিছু ভয়ের বরিষো বরসণ । আশেপাশে লোকারণ্য মৌ বসন্তের মেলা, ঝালমুড়ি আর বাদাম ভাজায় হাত দুটি যে ভরা । তোমার আনা আদর খানি পায়না ছুতে হাত, পিছন ফিরে তোমার দিকে খুলি চুলের বাধ বেলী কলির মালা খানি খোপায় সাজাতে, তোমার পরশ পৌছলো ধীরে মাথার সিথীতে, শত জনমের পরে যেনো তোমার ছোয়া পাওয়া, ভয়ে ভয়ে হৃদয় দেখলো সময়ের চলে যাওয়া । ভালোবাসার নতুন সংঘা পেলাম তোমার কাছে সেই দেখাযে শেষ দেখা মোর এখন স্মৃতি হয়ে বাজে ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.