আমাদের কথা খুঁজে নিন

   

স্বাধীনতার ডাক দিয়ে যাই // আবদুল্লাহ-আল-মাসুম

আসবে কবে মুক্তবুদ্ধি চেতনার স্বাধীনতা ? ফুলে ফুলে দোলে শোভন হৃদয় যেনো এক রূপকথা ! লোভ থেকে নয়, লাভ( love) থেকে হবে সকল বিচার যেদিন- প্রতিটি স্বত্বা নিজের ভেতর সেদিন হবে স্বাধীন। স্বাধীনতার ডাক দিয়ে যাই এসো নাও রঙধনু- দখিনা হাওয়ায় নেচে উঠুক ষোল কোটি মন, তনু। মানচিত্র স্বাধীন হয়েছে হৃদয় ভূগোল নয়- সেই যুদ্ধে না যদি জিতি পাবো না আসল জয়। তিনশ বছর ক্রীতদাস থেকে রক্তে মিশেছে ভয়- তাই আকাশের মালিক হতে এতো বেশী সংশয় !! যে কোনো কিছু করতে গেলেই নেগেটিভ মনে হয়- কর্মী হতে আগ্রহ বেশী মালিক হতে নয়। ভিখেরির হাত নিতে ওস্তাদ দেবার বেলায় নেই- রাজার মনও ভিখেরির মতো অবস্থা যদি, এই ! ব্যক্তি স্বার্থ বড় নয়, বড় যতটা সামষ্টিক- মনের উঠোনে সূর্য উঠুক আলো করে চারিদিক। ছোট ছোট বেড়ী, শেকল থেকে মুক্তি পেলেই , তবে- স্বাধীনতার কেতাবী স্বরূপ অর্থপূর্ণ হবে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.