আমাদের কথা খুঁজে নিন

   

স্বাধীনতা দিবস, বিজয় দিবস এবং বাংলাদেশের জন্মদিন

একজন অলস কল্পবিলাসি মনু আজকের মাঝরাতের আগে পড়ে থেকেই স্টাটাস দেখছি ফেসবুকে, "শুভ জন্মদিন বাংলাদেশ" ১৬ ডিসেম্বর কেন বাংলাদেশের জন্মদিন হবে? বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনায় বলা হয়েছেঃ ১| [বিসমিল্লাহির-রহমানির রহিম (দয়াময়, পরম দয়ালু, আল্লাহের নামে)] প্রস্তাবনা আমরা, বাংলাদেশের জনগণ, ১৯৭১ খ্রীষ্টাব্দের মার্চ মাসের ২৬ তারিখে স্বাধীনতা ঘোষণা করিয়া [জাতীয় স্বাধীনতার জন্য ঐতিহাসিক যুদ্ধের] মাধ্যমে স্বাধীন ও সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রতিষ্ঠিত করিয়াছি এরপর কি আর কোন যুক্তি প্রমাণ দিয়ে প্রমাণ করতে হবে বাংলাদেশের জন্মদিন যদি একটা থাকতেই হয় তবে সেটা কেন ১৬ ডিসেম্বর না, ২৬ মার্চ? আনফরচুনেটলি, বাঙ্গালিকে চোখে আঙ্গুল ঢুকায়ে দেখানোর পরও সে নিজে যা দেখেনাই তা সে দেখবেনা। উদাহরণ দেই। ১| 26th march ***desi,16 december e poyda hoyechi.chundor.9mnth lagse.progress valo chilo.bt ektu age ber hoye jaway desher kisu manush abal ase,buddhi thik moto hoy nai.r howar shomoy onk roktopat hoise,normal baby to ,tai. বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করার পরই নতুন দেশের জন্ম হয়ে গেছে। একটা স্বাধীন দেশের দাবী নিয়েই যুদ্ধটা হয়েছে, যে কারনে আমরা এটাকে মুক্তিযুদ্ধ বলি। তোমাদের কথা মানতে গেলে নয় মাসের মুক্তি সংগ্রামকে বলতে হয় গৃহযুদ্ধ, মুক্তিযোদ্ধাদের বলতে হয় বিচ্ছিনতাবাদি আর পাকিস্তানের বদলে ভারতের সেনাবাহিনীকে বলতে হয় হানাদার বাহিনী।

(যা রাজাকাররা বলার চেষ্টা করে নিজেদের সাফাই গাইতে। ) ২| kno baktibisesr gosonai kno rastrer jnmo hoi na jotokkhn porjnto na churanto bijoy orjito hoi.....palestine jemn ekhno shadhin hoi nai.... প্রায় ১০০ টা দেশ ফিলিস্তিনকে ১৯৬২(সম্ভবত) সালের সীমানা অনুযায়ী স্বীকৃতি দেওয়ার পরও কি সেটা,পরাধীন হোক, একটা রাষ্ট্র না? আমেরিকা ১৭৭৬ এর ৬ জুলাই স্বাধীনতা ঘোষণা করে। ওদের মুক্তিযুদ্ধ শেষ হয় ১৭৮৩ সালে, তাহলে তো যুক্তরাষ্ট্রের জন্ম ১৭৮৩ সালের আগে হয়নাই কিন্তু ওদের সরকারি ওয়েবসাইটে কি বলে? Click This Link Independence Day honors the birthday of the United States of America and the adoption of the Declaration of Independence on July 4, 1776. কে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক সেটা নিয়ে দ্বিমত আছে, তবে ২৬ মার্চ যে স্বাধীনতার ঘোষণা করা হয়েছে সে বিষয়ে কোন দ্বিমত নাই। ৩| Antorjatik sikriti na paile kno rastroke rastro bola hbe na. mukti na hole kno dine seta rastro hoi na......nd antorjatik vabe kkhnoi srikriti pai na.....etoi jodi sohoj hoito taile sontu larma onk agei rangamati shadhin kore felto!! ১৬ ডিসেম্বরে একটা দেশও আমাদের স্বীকৃতি দেয়নাই। প্রফেসরস প্রকাশনীর নতুন বিশ্বের এপ্রিল ২০১১ সংস্করণ বলছে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় ভারত ৬ ডিসেম্বর, তারপর ভূটান ৭ ডিসেম্বর।

এরপর পরের বছরের ১২ জানুয়ারিতে পোলান্ড আর বুলগেরিয়া বাংলাদেশকে একটি স্বাধীন, সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। বাংলাদেশকে ২০১০ সালের এপ্রিল পর্যন্ত মাত্র ১১৩টা দেশ স্বীকৃতি দিয়েছে, এবং ১৯৮৫ সালে ব্রুনাই স্বীকৃতি দেওয়ার পর নতুন কোন দেশ স্বীকৃতি দেয় নি। যদে আন্তর্জাতিক স্বীকৃতিই একটা দেশের স্বাধীনতার জন্ম দেয় তবে বাংলাদেশের জন্মদিন হওয়া উচিৎ ৬ ডিসেম্বর। আর যদি বলি কোন দেশ না, জাতিসংঘের সদস্যপদ না পাওয়া পর্যন্ত কোন দেশের জন্ম হয় না তাহলে বাংলাদেশের বয়স এখন ৩৭, কারণ ১৯৭৪ এর আগে বাংলাদেশ জাতিসংঘের সদস্য হয়নি। মোদ্দাকথা: বাংলাদেশের স্বাধীনতা দিবস ২৬ মার্চ আর বিজয় দিবস হল ১৬ ডিসেম্বর।

বাংলাদেশের যদি একটা জন্মদিন পালন করতেই হয় তবে সেটা ২৬মার্চ হওয়াই যুক্তিসংগত। যারা এ ভুলটা করছে তাদের ভুলটা ধরিয়ে দিলা ভাল হয়। না দিলেও অবশ্য সমস্যা নাই, যে দেশের স্বাধীনতার ঘোষক দুইটা সে দেশের দুইটা জন্মদিন থাকাটা আসলে তেমন বড় কোন ব্যাপার না! সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। #nowplaying: ১. বাংলাদেশ – LRB ২. নতুন করে বাংলাদেশ জেগে উঠো তুমি - তমাল ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.