আমাদের কথা খুঁজে নিন

   

ছুটির এক সন্ধ্যায়...

স্বপ্নরা ডানা মেলুক ইচ্ছে মত ..নীল আকাশে. প্রভাত নিষ্পাপ সুন্দরে ধোয়া উঠা চায়ের কাপে কুহুকুহু পাখির কলকাকলিতে আকাশ খোলার মিষ্টি সঙ্গিতে শুধু এক ই কথা মনে ভেসে উঠে এ জীবন পাশাপাশি থাকবার এক ই পথে পথিক হবার। পথিক তুমি কোন দেশেতে? আসবে তুমি আমার কাছে.. ইচ্ছের ই বাতাসে রঙিন ফানুসে মনের এই ঠিকানায়... তবুও কেন মনে হয় মেঘে মেঘে থাকে সে যে বৃষ্টির পরে নাই.. মন বারালেই পাই যে তারে.. হাত বারালেই নাই.. স্বপ্নলোকে দেখি তাকে.. বাস্তবে যে নাই.. প্রজাপতির পাখায় সে যে রংধনুতে নেই.. তারপর ও মনেহয় চোখ মেললেই থাকবে সে যে মিষ্টি হেসে আপন মনে আমারি সামনে.. বলবে সে দেখেছো নূপুর আছি আমি সব সময়ে তোমার ই পাশে শুধু বুঝবার অপেক্ষায়... বলবো আমি মুচকি হেসে তুমি আমার শুধুই কল্পনা! নাকি স্বপ্নিল বাস্তবতা? তুমি আমার লাল রঙা স্বপ্নটা নাকি অচিন পাখিটা? কোন এক সুহ্রদ বন্ধু একবার বলেছিলেন আমি নাকি কোন এক বিষয়ে বেশিক্ষন চিন্তা করতে পারি না..আমার ভাবনা ফরিং এর মত লাফ দিয়ে একটা থেকে অন্য জায়গায় চলে যায়...ভেবে দেখলাম খুব একটা ভুল তিনি বলেন নি! খুব মনযোগ দিয়ে একটা কাজ করছিলাম কিন্তু হঠাৎ করেই এই লাইন গুলো মাথায় আসলো :-)

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।