আমাদের কথা খুঁজে নিন

   

ছুটির কথা

আল বিদা

আজ বৃহস্পতিবার। সারা সপ্তাহ যে আমি খুব কাজ করি তা না। তবুও বৃহস্পতিবার রাতে এক অন্যরকম ফিলিংস হয়। প্রায়ই ভাবি আজ 'সমকালের গান' এর বাসায় যাব বা ওরে স্বপরিবারে আসতে বলব। কিন্তু আমাদের 'সমকালের গান' তুমুল ব্যস্ত।

প্রায়ই ভাবি আমরা দুজন (আমি আর আমার পরিবার) মিলে একটা কোন সিনেমা দেখব। ও অনেকদিন ধরেই দারুচিনি দ্বীপ দেখতে চাচ্ছিল। আমি বলতাম, তৌকির মানা করছে পাইরেটেড সিডিতে এই সিনেমা দেখতে। যদিও এখন অরিজিনাল সিডি পাওয়া যাচ্ছে। শুক্রবার সকাল থেকেই ভাবি কিভাবে ছুটির দিনটা উসুল করা যায়।

আমি ভাবতে থাকি, ভাবতেইই থাকি। জুম্মা যায় মাগরিব যায় আমি ভাবতেই থাকি। কখনও সন্ধ্যার পর গা ঝারা দিয়ে উঠি। গুলশানে একটু হেটে আসি। তারপর বিষাদ মনে ফিরে আসি।

পরদিন থেকে আবারও অফিস। বহুদিন দ্যাশ দেখতে বের হই না। অস্থির অস্থির লাগতেছে। হ্যাপি হলিডে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।