আমাদের কথা খুঁজে নিন

   

ছুটির কি কোন গন্ধ আছে ?

বৃষ্টিতে হাঁটতে ভাল লাগে আমার কারন কেউ দেখেনা দুচোখের জল ধুয়ে যায় বৃষ্টিধারায়

হঠাৎ করে ফোন করলাম মাকে , বললাম "তুমি রাংগামাটি এবং কাপ্তাই যাচ্ছ ৪ দিনের ঝটিকা সফরে । ব্যাগ গুছানো শুরু কর । " উনি যেন হঠাৎ যেন আকাশ থেকে পড়লেন । আর এইভাবে মোটামুটি বউ থেকে শুরু করে শ্বাশুড়ী ,মেয়ে এবং ভাগ্না ভাগ্নী সবাইকে আকাশ থেকে ফেলতে শুরু করেছি গতকাল থেকে । অবশ্য প্রথমে আমি নিজেই আকাশ থেকে পড়লাম যখন শুনলাম আমার একটা ৪ দিনের ছুটি পাওয়ার জোড়ালো সম্ভবনা দেখা দিয়েছে ।

গতবছর বাইরে থেকে দেশে নভেম্বরে এসে সেই যে ঢাকার অফিসে জয়েন করলাম এরপর আমার আর বিদেশতো দুরে থাক ঢাকার বাইরে যাওয়ার কোন সুযোগ হয়ে উঠেনি । আজ তাই ঢাকার বাইরে যাওয়ার সুযোগ হওয়ায় ভাবলাম সবাইকে নিয়ে বর্ষায় পার্বত্য চট্টগ্রামের মোহনীয় রুপ দেখে আসি । সেই সাথে দর্শনীয় স্হানগুলো । আজ তাই বসে বসে ভ্রমন পরিকল্পনা করছি । ভোটাভুটিতে বাস এবং মাইক্রোবাসকে ডিংগিয়ে ট্রেন দখল করে নিয়েছে প্রথম স্হান ।

কারন ট্রেন ভ্রমনে নাকি আসল ছুটি কাটানোর মজা পাওয়া যায় । এরপর আছে জলবিদূৎকেন্দ্র এবং রাংগামাটির ঝুলন্ত ব্রীজ ,শুভলং এ নৌকাভ্রমন। মাছ ধরা আরো কতকি । এখন আশংকা শুধু একটাই , এই ৪ দিনের ছুটিতে আসলে কি সব করতে পারবো। দেখা যাক কি হয়? রাতে পাহাড়ের ধারে রেস্ট হাউসে সবাই বসে গল্প করা গান শুনা এবং গভীর রাত অব্দি গানের কুইজ প্রতিযিগীতা করা।

এই ছুটিতে ঠিক করেছি যতটা সম্ভব ছেলেমানুষী করা যায় ততটা করব। সাথে নিচ্ছি ডিজিটাল ক্যামেরা এবং ভিডিও ক্যামেরা । আমাদের সমস্ত ছুটিটা কে ভেবেছি ক্যামেরাতে বন্দী করে নিয়ে আসবো এবার। এছাড়াও থাকছে গান শুনার আয়োজন । পরিকল্পনাতে আছে বৃষ্টিতে লেকের পানিতে ঘুরে বেড়ানোর ।

এবং সে মোতাবেক বিশাল এক নৌকা ইতিমধ্য লোক মারফত ভাড়া করা হয়ে গেছে । এখন শুধু সময়ের প্রতীক্ষায় আছি । ছোটদের মাঝে ধুম পড়ে গেছে কে কি ভাবে ছুটি কাটাবে । কোন পোশাকটা পড়বে । ওখানে যেয়ে কি করবে।

আমার মা পেয়ে গেছে তার বান্ধবী মানে আমার শ্বাশুড়ী । আফসোস আজ আমার বাবা আর শ্বশুড় বেঁচে থাকলে ষোলকলা পূর্ন হত । ভাবতেই ভাল লাগছে অনেকদিন পর আজ একটু সময় পেলাম ঢাকার বাইরে যাবার । এই ইট পাথড়ের কয়েদখানায় আর কৃত্তিমতায় যেন হাঁপিয়ে উঠছিলাম । আজ সবাইকে ছুটির ঘন্টা শুনিয়ে আনন্দে মাতিয়ে আমি নিজেও যেন ছেলে মানুষ হয়ে যাচ্ছি।

তাইতো মনে মনে কখন যে গুন গুন করে গান গেয়ে যাচ্ছি নিজেও জানিনা। "আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি "

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।