আমাদের কথা খুঁজে নিন

   

ছুটির দিনে



অনেক দিন পর গ্রামে থাকলাম । বৃহস্পতিবার সকালে অবশ্য প্রোগ্রামটা হঠাৎ করেই আমার গিন্নীর মাথায় এলো, বলল - কাল তোমার ছুটি অনেকদিন গ্রামে থাকিনা চলো আজ সন্ধ্যা রাতে খেজুরের রস আর মুড়ি খাওয়া, রাতে একটা ছোটখাট চড়ুইভাতি, সকালে গরম খেজুরের রসের সাথে ভাপা পিঠা আর শরা পিঠা (ছাচ পিঠা) কেমন হবে বলো ? যে কথা সেই কাজ, আমার গ্রামের বাড়ি শহর থেকে ২২/২৩ কিলোমিটার দুরে । গিন্নীকে বললাম তুমি এখনই গ্রামে চলে যাও আর সবকিছু যোগাড় করো, অফিস শেষ করেই আমি আসছি । আমার ভাই একটা গ্রামে থাকে ওকে বললাম ওদের নিয়ে যাবার জন্য। আমার ৪ বছরের ছেলে কৌশিক এই প্রথম গ্রামে রাত কাটাবে প্রচন্ড ঠান্ডার মধ্যে একটু দুশ্চিন্তা থাকলেও চিন্তা করলাম একটামাত্র দিন সাবধানে থাকলেই হলো।

আমি রাত ৮ টার দিকে বাইক নিয়ে গ্রামে পৌছালাম। আমি পৌছানোর আগেই খজুরের রস ওরা গাছ থেকে পেড়ে রেখেছিল কাউকে দিয়ে । আমি গ্লাসে রস আর মুড়ি একসাথে খাচ্ছি অনেকটা লাল চা-য়ে মুড়ি খাবার মতো , ছেলে আর বউ এর প্রথম অভিগ্ঞতা এমন খাওয়া দেখে। আমি বললাম ছোটবেলায় এমন করে অনেক খেয়েছি এখনতো শহরে থেকে শহুরে হয়ে গেছি। রস খাওয়া পর্ব শেষ হলো এবার চড়ুইভাতি ।

কৌশিক এর উৎপাতে চড়ুইভাতি পর্ব একটু কাটছাট করতে হলো। সকালে ঘুম ভাংলো মায়ের ডাকে ততক্ষনে খেজুরের রস গুড় হবার উপক্রম। রাতে ক্যামেরার কথা মনে ছিল না, সকালে মনে হলেও দেখি চার্জ নেই চার্জার আনা হয়নি অফ অন করে কোনরকম দু,একটা ছবি সামুর সবার জন্য---- খেজুরের রস জ্বালানো হচ্ছে এরপর পিঠা খাবার পালা । গরম গরম পিঠা খেলাম। মা তৈরি করছে আর আমরা চুলার পাশেই বসে খাচ্ছি--- পিঠা খাওয়া শেষে বউকে বললাম এবার জাল দিয়ে মাছ ধরব বউ বিশ্বাষ করতে চাইল না, ভাব নিয়ে বলল দেখা যাবে কয়টা ধরতে পারো? বেশ ভাব নিয়ে নেমে পড়লাম পানিতে।

মাছও ধরলাম কিছু কিন্তু ততক্ষনে ঠান্ডা পানিতে ত্রাহী ত্রাহী অবস্হা। প্রসঙ্গ ঘুরিয়ে বউকে বললাম ৫৫ বছরের মধ্যে বলয়গ্রাস আর দেখতে পারবনা, যদিও তুমি আমি বেচে থাকব কিনা জানিনা। সুতরাং বাড়িতে পুরাতন দুএকটা এক্সরে প্লেট নিয়ে ছাদে যাও আমি কাপরটা চেন্জ করে ছাদে আসছি। ছাদে গিয়ে বলয়গ্রাস দেখলাম কি-অপূর্ব!!! সু্র্য টা যেন একসময় দু,তিনদিনের চাদের মতো হয়ে গেল। সবাই মিলে প্রত্যক্ষ করলাম বলয়গ্রাস আর এভাবেই কাটল হলো আমার একটা ছুটির দিন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।