আমাদের কথা খুঁজে নিন

   

স্বাধীনতা তুমি আছো বলেই আমি রাজাকার

♠ ব্লগার ইমন জুবায়ের ♠ মেঘের আড়ালে থাকা একটি নক্ষত্রের নাম স্বাধীনতা তুমি আছো বলেই; ঘুড়ি হয়ে তোমার আকাশে আমার এতো উড়া-উড়ি তুমি সোনালী রোদের ঝিলিক হলে; হলে অশান্ত ধ্রুবতারা; স্বাধীনতা আজ প্রচ্ছদ বন্দি মুক্তিযোদ্ধার হাহাকারে; আজ দুর্বল পায়ে পেডেল ঘুরানো চক্রাকারে; স্বাধীনতা তুমি আছো বলেই; অস্ত্র হাতে আমার সন্ত্রাসী আচরণ; আমি পাখির মতো জীবন হাতের মুঠোয় নিয়ে অট্টহাসি দিয়ে দুনিয়া কাঁপাতে পারি; স্বাধীনতা আজ বেহুলার বাসরে; হাজারো লক্ষিন্দরকে ঢাকে; আজ অন্নহীন শিশু রাস্তায় পড়ে থাকে। স্বাধীনতা তুমি আছো বলেই আমি রাজাকার; আমি সমাজের অংশীদার; আমি উত্তাল-নৃত্যে-আছি সম-বৃত্তে; থু-থু ফেলা পোষ্টারে দেখেও আমি ঘৃনিত নই। স্বাধীনতা আজ বাবার কবরে গজিয়ে উঠা ঘাস স্বাধীনতা আজ নেশার সাগরে পুত্রের বসবাস; তবুও স্বাধীনতা মায়ের আচঁলে খুজে হারানো ছেলের আদর; পরাধীনতার শৃংখলে খুজে বেড়াই স্বাধীনতার চাদর। ==========================  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.