আমাদের কথা খুঁজে নিন

   

ট্রেন

নিঃস্বার্থ মন্তব্যকে ধন্যবাদ, সাময়িক ভাবে আমি মন্তব্যে নেই আমি এখন আর ট্রেন নই যে প্রতিদিন সময় মত এসে দাঁড়াবো ইস্টিশনে, হুইসেল দিয়ে মাল তুলব তারপর চলে যাব ধীরাশ্রম। এই হাতে হাতল ধরে ছুটতে ছুটতে কত মানুষ উপরে উঠে এসেছে। এই শরীরে বসে যাচ্ছে চুনার দাগ, ভেঙে যাচ্ছে জানলা বাষ্প ছেড়ে কয়লায় অগ্নি শৈশব, সতীর্থ দুর্বলের মত শেডে বসে ঝিমোচ্ছি এখন, বহুক্ষন অপেক্ষার পর ফিরে যাচ্ছ তুমি শাপ শাপান্ত করে আমি এখন পরিশ্রান্ত মুটেমজুরের মত, আয়ু কমে গেলে কাঁথা মুড়িয়ে বেলা গড়িয়ে এগারোটা, ৬৯ ডাউন জংশনে যাত্রীরা হাত পাখায় বাতাস করছে। কল খুলে পানি খেয়ে নেয় সে, সময় সময় তাকে ছুটতে দেখেছ খালি পায়ে, সাদা চাদরে মরিচার লাল দাগ মাথার এক শত ফুট উপরে করোগেটেড শেড, কবুতর বসে, উড়ে যায় জীবন কর্মঠ হয় না প্রত্যেক সকালে । -- ড্রাফট ১.০

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.