আমাদের কথা খুঁজে নিন

   

ট্রেন

প্রত্যাশাই জীবন, বিবেক বাধা, আর বিভ্রান্তিই গতি সঞ্ছারক। হোক সে গতি পশ্চাৎমুখী কিংবা অভিমুখী। এই গতিতেই রয়েছে প্রত্যাশা, হয়ত ঊর্ধ্বমুখী কিংবা নিম্নমুখী স্বপ্নরাজ্যর ট্রেন ধরতে পারলাম না অনুভূতিকে সামলে রেখেছি, একটি গ্রহণ লাগা চাঁদ চেয়েছিলাম, মেঘের আড়াল থেকেই পূর্ণিমা হারিয়ে গেল। আর্তনাদ করে রাত চেয়েছিলাম, চাঁদের নিমন্ত্রণে সূর্য আমায় অন্ধ করে দিল। অনুভূতিগুলো সামলে রেখেছি।

। রক্তচাপ শিরা ফেটে প্রায় বেরিয়ে আসছিল, কঠিন শাসনে তাকে হৃৎপিণ্ডে আটকে রেখেছি, অলিন্দ আর নিলয়ের অভিশাপ নিচ্ছি। । ক্ষণে ক্ষণে চোখদুটো বেপরোয়া হতে চায়, বৃষ্টির অঝরধারা দেখিয়ে তাকে লজ্জা দিলাম, অনুভূতিকে সামলে রেখেছি । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.