আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশে রেলের জন্য আলাদা মন্ত্রনালয় দরকার নাই........

জীবন একটাই তাই যা করার ভেবে চিন্তে করতে চাই........ বাংলাদেশের মত ছোট একটি দেশ যেখানে সাতিট বিভাগের মধ্যে ছয়টিতে রেলপথ আছে। যার দৈর্ঘ খুব বেশী নয়। একটি গরীব দেশ তার উপর আবার এই অহেতুক মন্ত্রনালয় খোলা যেনো `ভাতের চাইতে ডাল উচা' অবস্থা। দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ইতিমধ্যে এখাতের লোকসানের কালো িবড়াল খুজে বের করার েঘাষণা দিয়েছেন। হয়তো িবড়াল খুজে বের করতে পারবেন। কিন্তু সে বিড়ালটা কত বড়? যারজন্য এতগুলো লোক একটি বিশেষ বািহনী প্রয়েজন???? ভারতে রেল মন্ত্রনালয় আছে,,,, তেমনি থাকতে পারে জাপান, রাশিয়াসহ রেল প্রধান অন্যান্য দেশেও তাই বলেকি আমাদের দেশেও এ মন্ত্রনালয় লাগবে?? তাহলেতো কয়দিন পর তৈরী পোশাকমন্ত্রী, সবজিমন্ত্রী,দাঙ্গা নিয়ন্ত্রকমন্ত্রীসহ এরকম আরো অেনক মন্ত্রনালয় খুলতে হবে,,,,,,,,

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.