আমাদের কথা খুঁজে নিন

   

ফ্যাবলেট নয় কেন?

‘দোস্ত ফোন কিনতে ইচ্ছা করছে না, পকেটে আছে ১৫ হাজার টাকা, একটু বড় দেখে ট্যাব-ফ্যাব কেনা যাবে?’ মোস্তাফিজুর রহমান জিজ্ঞাসা করছিলেন তার ঘনিষ্ঠ এক বন্ধুকে। স্মার্টফোন, ট্যাবলেট কম্পিউটার বাজার ঘুরে দেখে শেষতক মোস্তাফিজুর রহমানের পছন্দ হয়েছে সাড়ে ১৪ হাজার টাকা দামের একটি ফ্যাবলেট।
যাঁরা মোস্তাফিজুরের মতো একটু বড় আকারের ডিসপ্লেযুক্ত প্রযুক্তিপণ্য খুঁজছেন, তাঁরা কিনতে পারেন ফ্যাবলেট। পাঁচ ইঞ্চি মাপের স্মার্টফোনের চেয়ে আকারে একটু বড় আবার সাত ইঞ্চি মাপের ট্যাবলেটের চেয়ে আকারে ছোট পণ্যগুলোকে ‘ফ্যাবলেট’ বলেন প্রযুক্তি বিশ্লেষকেরা।
বর্তমানে বাজারে নানা ধরনের ফ্যাবলেট পাবেন।

এ ফ্যাবলেটগুলোর ডিসপ্লে তুলনামূলকভাবে বড় হওয়ায় অ্যাপ্লিকেশন ব্যবহারে ও ভিডিও দেখার ক্ষেত্রে কিছুটা বাড়তি সুবিধা পাওয়ার কথা দাবি করেছেন ফ্যাবলেট ব্যবহারকারীরা।
বর্তমানে বাজারে ফ্যাবলেটের মধ্যে পাবেন সিম্ফনির ডুয়াল কোর প্রসেসরসমৃদ্ধ ৫ ইঞ্চি পর্দার স্মার্টফোন ডব্লিউ৯০। এর দাম পড়বে প্রায় সাড়ে ১৪ হাজার টাকা। ডুয়াল কোর সুবিধা থাকায় ফোনটিতে দ্রুততার সঙ্গে ওয়েব পেইজ ডাউনলোড হয় এবং দীর্ঘক্ষণ ব্যাটারি থাকে। এতে পাঁচ ইঞ্চির পর্দা থাকায় তা সিনেমা দেখা ও গেমস খেলার জন্য সহায়ক।

ডুয়াল বা দুটি সিম রাখার সুবিধাসংবলিত এ ফ্যাবলেটটি ১০ মিলিমিটার পুরু, ৭৮.৫ মিলিমিটার প্রশস্ত ও ১৪২ মিলিমিটার লম্বা। এতে রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা।
ফ্যাবলেটের বাজারে আরেকটি পছন্দের পণ্য হতে পারে ওয়ালটনের প্রিমো এন১। এর পাঁচ দশমিক তিন ইঞ্চি মাপের ক্যাপাসিটিভ টাচ ডিসপ্লেতে অসাধারণ রেজুলেশন পাওয়া যায়। এক দশমিক দুই গিগাহার্টজের কোয়াড কোরের প্রসেসর, উন্নত গ্রাফিকস সুবিধা রয়েছে এতে।

এতে আরও রয়েছে এক গিগাবাইট র‍্যাম। ওয়ালটনের এ ফ্যাবলেটে ৩২ গিগাবাইট পর্যন্ত তথ্য সংরক্ষণের সুবিধা রয়েছে। ওয়ালটনের এ ফ্যাবলেটটি দাম প্রায় ১৬ হাজার টাকা।
ওয়ালটনের পাশাপাশি ফ্যাবলেট হিসেবে মন কাড়তে পারে মাইক্রোম্যাক্সের পাঁচ ইঞ্চি মাপের ক্যানভাস। অ্যান্ড্রয়েড জেলি বিন অপারেটিং সিস্টেমনির্ভর ‘ক্যানভাস’ ফ্যাবলেটে রয়েছে এক দশমিক দুই গিগাহার্টজের কোয়াড কোর প্রসেসর, এক গিগাবাইট র্যাম, আট মেগাপিক্সেলের ক্যামেরা, চার গিগাবাইট তথ্য সংরক্ষণ সুবিধা ও ৩২ গিগাবাইট মাইক্রোসএসডি কার্ড ব্যবহারের সুবিধা।

২০ হাজার টাকা দামের ফ্যাবলেট হিসেবে উন্নত ক্যামেরা আর ব্যবহারবান্ধব বৈশিষ্ট্য একে ওয়ালটন ও সিম্ফনির প্রতিদ্বন্দ্বি করে তুলেছে।
দেশের বাজারে স্যামসাং ব্র্যান্ডের সাড়ে পাঁচ ইঞ্চি মাপের গ্যালাক্সি নোট টু পাওয়া যায়। ফ্যাবলেটটির দাম অবশ্য অনেক বেশি। ৬৭ হাজার ৫০০ টাকা দামের এ ফ্যাবলেটে আছে অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ। এতে আরও রয়েছে বিশেষ ধরনের স্টাইলাস পেন, ১.৬ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর, ১৬ গিগাবাইট বিল্ট ইন মেমোরি, ৪.০ ব্লুটুথ, ওয়াই ফাই, ভয়েস মেমো এবং দীর্ঘস্থায়ী ৩১০০ এমএএইচ ব্যাটারি।



ফ্যাবলেট কেনার হিসাব-নিকাশ
১. নানা ব্র্যান্ডের ভিড়ে কোন ফ্যাবলেটটি আপনার জন্য সবচেয়ে ভালো? তথ্যপ্রযুক্তির এ যুগে ইন্টারনেট থেকে আপনার পছন্দের ফ্যাবলেটটি সম্পর্কে তথ্য জেনে নিয়ে তবেই বাজার থেকে তা কিনুন। কেনার সময় এ বিষয়গুলো মাথায় রাখা ভালো।

২. আপনার স্টাইলের সঙ্গে মিলিয়ে রঙ, নকশা দেখে ফ্যাবলেট কিনুন।
৩. পণ্যটির ক্যামেরা ও ভিডিও সুবিধা দেখে দিন।
৪. এতে অপারেটিং সিস্টেম আপডেট করা যায় কিনা দেখে নিন।


৫. সবচেয়ে জরুরী বিষয়, পকেটের ওজন বুঝে কিনুন।

কোন স্মার্টফোন কিনব? পড়তে ক্লিক করুন।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।