আমাদের কথা খুঁজে নিন

   

ফ্যাবলেট আনলো স্যামসাং স্মার্ট ফোন……


টেক জায়ান্ট স্যামসাং নিয়ে এল নতুন প্রজন্মের মোবাইল ফোন “গ্যালাক্সি গ্র্যান্ড ২” কিন্তু এর বিশালকায় পর্দার জন্য একে মোবাইল ফোন না বলে “ফ্যাবলেট” বলা হচ্ছে। কারন এই ফোনের মূল আকর্ষণ এর ৫.২৫ ইঞ্চি আকারের পর্দা। গ্যালাক্সি সিরিজের আগের মডেল গুলোর চাইতে আরও উন্নত পর্দার কারনে এটি গ্রাহকদের কাছে বিশেষ আকর্ষণ হবে বলে মনে করছে স্যামসাং।
এনড্রয়েড জেলিবিনের সর্বশেষ সংস্করন ৪.৩ সহ এতে রয়েছে ১.২ GHz এর Quad Core Processor, 1.5 Gb RAM, ও আরও শক্তিশালী ব্যাটারি নিয়ে এই গেজেট টি অন্যান্য স্মার্টফোন কোম্পানি গুলোকে চ্যালেঞ্জ এর মুখে ফেলতে পারার জন্য যথেষ্ট উপযোগী। ক্যামেরার রেজোলিউশান ৮ মেগাপিক্সেলই রাখা হয়েছে।

এতে আরও রয়েছে ডুয়াল-সিম সুবিধা,ফলে একই মোবাইলে দুইটি অপারেটরের সেবা নেয়ার সুযোগ থাকছে। তবে বরাবরের মত এবারো স্যামসাং তাদের গেজেটের আকার নিয়ে বিতর্কের মুখে পড়তে পারে। গ্যালাক্সি সিরিজের আগের সংস্করনগুলোও তাদের ‘বাড়তি’ আকৃতির জন্যে কিছুটা বিতর্কের মুখে পড়েছিল,যদিও তাদের বিভিন্ন ফিচার ও সেবার মাধ্যমে সেই অভিযোগ টেক্কা দিতে খুব একটা বেগ পেতে হয়নি স্যামসাং কে।
স্যামসাং এর প্রেস রিলিজে বলা হয়েছে-”গ্যালাক্সি গ্র্যান্ড সিরিজের বিবর্তন এর আগের ভার্সনগুলোর চাইতে আরও গুরুত্বপূর্ণ সম্ভাবনা নিয়ে এসেছে। এর হাই-ডেফিনিশন পর্দা,উন্নত পারফরমেন্স এবং আরও উল্লেখযোগ্য ফিচার একে অনন্য করে তুলেছে।

” একই সাথে ট্যাবলেট পিসি ও মোবাইল ফোনের স্বাদ একই গেজেটে পেতে চাইলে স্যামসাং এর ” গ্যালাক্সি গ্র্যান্ড ২ ” গ্রাহকদের জন্য একটি যুগোপযোগী গেজেট হিসাবে বাজার কাঁপাতে পারবে বলে আশা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা।
তথ্যসূত্রঃ ম্যাসেবল

সোর্স: http://www.techtunes.com.bd     দেখা হয়েছে ১৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।