আমাদের কথা খুঁজে নিন

   

ফ্যাবলেট যুদ্ধে নকিয়া

ছয় ইঞ্চি মাপের একটি স্মার্টফোন বাজারে আনতে যাচ্ছে নকিয়া। এ পণ্যটিতে ট্যাবলেটের বেশ কিছু ফিচার থাকবে বলে একে ‘ফ্যাবলেট’ বলা হচ্ছে। সম্প্রতি ইভিলিকস নামের টুইটার অ্যাকাউন্ট থেকে নকিয়ার বড় মাপের এ ফ্যাবলেটটির তথ্য ফাঁস হয়েছে।
স্মার্টফোনের তথ্য ফাঁসের ক্ষেত্রে এর মধ্যেই খ্যাতি অর্জন করেছে ইভিলিকস। এই অ্যাকাউন্ট থেকে ফাঁস করা তথ্য এর আগে অধিকাংশ ক্ষেত্রেই মিলে গেছে।
এদিকে, সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট সম্প্রতি নকিয়া কিনে নেওয়ার ঘোষণা দিয়েছে। মাইক্রোসফটের অধীনে যাওয়ার পরপরই নতুন দুটি পণ্য নিয়ে কাজ শুরু করবে নকিয়া। এর একটি হবে বড় মাপের ফ্যাবলেট, আরেকটি ট্যাবলেট কম্পিউটার।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।