আমাদের কথা খুঁজে নিন

   

বিয়ে (?!)

ধুর মোট ৫টা জোকস দিলাম বিয়া নিয়া। যদিও কারই হাসি পাবে না। . . . . . . . . . . . রোগীঃ ডাক্তার সাব! বেশীদিন বাচোনের কোন উপায় আছে কি? ডাক্তারঃ যান বিয়া করেন গিয়া। রোগীঃ ক্যান? বিয়া করলে কি বেশিদিন বাচন যায়? ডাক্তারঃ তা কইবার পারুম না। তয় এতডা কইতে পারে যে আপনে বিয়ার পর আর বেশিদিন বাচনের চেষ্টা করবেন না।

বউঃ এই আজতো আমাদের ১ম বিবাহ বর্ষিকী। আমাররা আজ কি করব? বরঃ আস আমরা দুই মিনিট দাড়িয়ে নিরবতা পালন করি। আমার কাছে সত্যই একটা ব্যাপার হাসির মনে হয় যখন শুনি মানুষ প্রশ্ন করে যে ভালবেসে বিয়ে করা ভাল নাকি পারিবারিক ভাবে বিয়ে করা ভাল। আমার কাছে মনে হয় একজন যেন অন্য একজনকে প্রশ্ন করছেঃ আত্ম হত্যা ভাল নাকি খুন হওয়া ভাল। অনেকেই বলেন যে মেয়েদের বোঝা কষ্ট কর।

কিন্তু আমি একটু অন্য ভাবে বলি। আমি বলি সৃষ্টিকর্তাকে বোঝা সত্যই দুষ্কার, কারণ তিনি মেয়ে মানুষের মত সুন্দর জিনিষের মধ্যে জিলাপির প‌্যাচের থেকেও জটিল সব প‌্যাচ দিয়া দিছেন এবং সর্বশেষে তিনি তাদেরকে বউ বানিয়ে দেন। একজন মানুষ একটি ব্যাংকে গিয়ে প্রশ্ন করলেনঃ আচ্ছা সবথেকে দ্রুত টাকা ট্রান্সফারের উপায় কি? ব্যাংকারঃ বিয়ে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.