আমাদের কথা খুঁজে নিন

   

বিয়ে পাগল এক মানুষের গল্প।যারা বিয়ে করতে চান-না তারা একে দেখে কিছু শিখতে পারেন।

দেশকে ভালবাসি শরীয়াহ আইনে মুসলমান পুরুষেরা সব্বোর্চ চারটি বিয়ের বিধান আছে। তবে বেশিরভাগ মানুষ এক বিয়েতেই সন্তুষ্ট। তবে এক নাইজেরিয়ান নাগরিক বিয়ে করেছেন একটু বেশীই। তার নাম বেল্লো মাসাবা,তার বয়স ৮৭,মাসাবা এই পর্যন্ত বিয়ে করেছেন ১০৭ বার। আর এ পর্যন্ত তার ছেলে-মেয়ের সংখ্যা ১৮৫ জন।

মাসাবার আত্তীয় স্বজন প্রায় ৫ হাজার। শরীয়াহ আইন লংঘনের দায়ে নাইজেরিয়ান পুলিশ তাকে গ্রেফতার করেছিল। কিন্তু জেলের বাইরে তার অনুগত বউদের প্রচন্ড বিক্ষোবের মুখে সেদেশের হাইকোর্ট মাসাবাকে মুক্তি দিতে বাধ্য হয়। এসময় মাসাবার ৫৭ জন পত্নী আদালতে তারা মাসাবাকে স্বেচ্ছায় বিয়ে করেছে বলে জানায়। বর্তমানে ৮৯ কামরার এক ভবনে ৮৯ জন পত্নী নিয়ে মাসাবা বসবাস করছেন।

বাকিদের কয়েকজন এরিই মধ্যে মারা গেছেন অন্যরা তালাকপ্রাপ্ত। জীবিত সবচেয়ে বড় পত্নীর বয়স ৬৪ আর ছোটটির ১৯। ধনাঢ্য মাসাবার মতে পত্নীদের সবরকম সুখ দেয়ার মত ক্ষমতা এবং শত্তি স্রষ্টা তাকে দিয়েছেন। মাসাবার মতে যদি আমি আমার পত্নীদের খুশি রাখতে না পারতাম তাহলে সবাই আমাকে ছেড়ে চলে যেত। ১৪ ই মে দৈনিক যুগান্তরে প্রকাশিত হয়েছিল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.