আমাদের কথা খুঁজে নিন

   

মেমোরি কার্ড

স্যানডিস্ক এক্সট্রিম সিএফ ১৬জিবি এবং ৩২জিবি
ছবি ও ভিডিও দ্রুততার সঙ্গে ধারণ করার জন্য নির্ভরযোগ্য সিএফ কার্ড। রয়েছে ৪০০ গুণ গতি, যে কারণে সেকেন্ডে ৬০এমবি গতিতে ডেটা ধারণ ও প্রেরণ করতে পারে। সঙ্গে রয়েছে স্বল্প গতিতে ডেটা ধারণ করার ক্ষমতা। রয়েছে আল্ট্রা ডাইরেক্ট মেমরি অ্যাকসেস (ইউডিএমএ-৫) এবং এনহ্যান্স সুপার-প্যারালেল প্রসেসিং (ইএসপি) এবং পাওয়ার কোর কন্ট্রলার টেকনোলজি। যা ইউডিএমএ নির্ভর ডিএসএলআর ক্যামেরায় দ্রুততার সঙ্গে কাজ করার নিশ্চয়তা  দেয়।


দাম : ১৬জিবি ৬ হাজার টাকা। ৩২জিবি ১০ হাজার টাকা।
স্যানডিস্ক এক্সট্রিম প্রো সিএফ ১৬জিবি
দ্রুতগতির এই সিএফ কার্ডের সর্বোচ্চ গতি ১০০এমবি। প্রায় ৬০০ গুণ গতিতে কাজ করতে পারে। ডিজিটাল ফর্মেটের যে কোনো ডেটা, ছবি বা এইচডি ভিডিও ধারণ করতে পারে।

  দাম : ১০ হাজার টাকা।
এছাড়াও স্যানডিস্ক এক্সট্রিম ১৬জিবি ও ৩২জিবি এসডি কার্ডের সর্বোচ্চ গতি ৪৫এমবি। দাম যথাক্রমে ২ হাজার ৫শ ও ৪ হাজার ৫শ টাকা।
ট্রানসেন্ড সিএফ প্রিমিয়াম ৩২জিবি

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ৫৮ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.