আমাদের কথা খুঁজে নিন

   

নস্টালজিয়া..................

ঠিক ই বলেছ বন্ধু, কালে কালে কতো কেটে গেলো কাল, ফিকে হয়ে গেছে সেই ধুলো মাখা চার দালানে ঘেরা স্কুল মাঠ... গড়ে উঠেছে কতো কোঠা দালান। তাতে কি? ... আমি তুমি আমরা সবাই আছি, সবাই চলেছে দলে দলে... পরিবর্তিত শরীর, অবস্থান আর সামাজিকতা নিয়ে। স্কুল মাঠ আছে স্কুল মাঠের মতো, ক্লাস রুম গুলও ঠিক আগের মতো অনড়, বিজ্ঞান ভবনে আজও প্রাকটিকাল চলে। হ্যাঁ, আমরা আজ যাত্রা করেছি বার্ধক্যর পানে যাত্রা করতে হয় তাই করতে হয় শুরু, তবুও তোমার মতো করে আজও শুধু কৈশোরের দিকে গোপনে অভিসারে যাই, ও বন্ধু, তুমি কাউকে বলে দিওনা গো গুরু। তবুও চল, পরিচয় এর পিছনে অথবা পোস্টঅফিসের দালানের কোনায় আবার একবার এক হই, ফিরে যাই টিফিনের চোরা সময় এর মিলন মেলার মিছিলে। নিয়মের জালে আমাকে তোমরা বেঁধে রেখো না......... আমি জরিয়ে আছি আমার আমি, আর নস্টালজিয়ার ফাঁদে। যার মূল্য দিতে পারবে শুধু তোমাদের শৈশব, অথবা তোমাদের ভাবনার সামান্য অবসর।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।