আমাদের কথা খুঁজে নিন

   

নস্টালজিয়া

নিজেকে কবি বলে পরিচয় দিতে ভাল লাগে। ভালবাসি দেশকে।

এখনো অপেক্ষায় থাকো অপেক্ষায় থাকো, লাল সবুজের দেশ থেকে কখন আসে স্বপ্নীল পংক্তিমালা। প্রতীক্ষার প্রহরগুলো হয় দীর্ঘ ; কাটে নিদ্রাহীন রাত, আর কর্মব্যস্ত দিনমানে কখনো হয়ে পড়ো নস্টালজিক। প্রিয় বন্ধুর সুললিত কথামালা ভেসে আসে ইথারে, মেইল বক্স খুললেই সুখের আহ্বান, উপচে পড়ে স্মৃতির আবেগ। এখনো অপেক্ষায় থাকো অপেক্ষায় থাকো কবিতার। অথচ বিশ বছর আগে, বিশ বছর আগে শিশিরের শব্দের মতো তোমার চোখের পাতার পরমাণুসম কম্পন, ভূকম্পন হয়ে হৃদয় দেহ মনে সুনামির আলোড়ন তুলে একাকার করে করা যেতো যাকে একান্ত আপন। সেই তাকে আবারো দুঃখে আনন্দে স্বপ্নচারী, কল্পনাবিলাসী করার সুখ পেতে চাও, নাকি হাতে হাত রেখে চাও যেতে হারিয়ে বিশ বছর আগে ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।