আমাদের কথা খুঁজে নিন

   

তারাই জীবনকে ভোগ করে যাদের জীবন চলে কলমের মাধ্যমে ।

প্রদীপ হালদার,জাতিস্মর। আমি রচয়িতা । আমি ঘটনার রচয়িতা । আমার রচনায় থাকবে আগামী দিনের ঘটনা । কোন্‌টা বেশী ভালো- ঘটনা দেখা নাকি ঘটনা তৈরী করা ।

আমরা সবাই বলবো ঘটনা দেখার চেয়ে ঘটনা তৈরী করা বেশী ভালো । আমরা যে সব সিনেমা দেখি আসলে একজনের তৈরী করা ঘটনা দেখি । আমরা যে সব গল্পের বই পড়ি আসলে এক একজন লেখকের সৃষ্টি করা ঘটনা দেখি । তাহলে দু রকমের মানুষ দেখি । একজন ঘটনা দেখে।

আর একজন ঘটনা তৈরী করে। একজনের সৃষ্টি । আর বাকিরা সেই সৃষ্টিকে উপভোগ করে । কারিগর কত রকমের মিষ্টি বানায় আর মানুষেরা ভোগ করে । ঠিক তেমনিভাবে এক এক কোম্পানি কত রকমের জিনিস তৈরী করে আর মানুষেরা তা ভোগ করে ।

সবাই সৃষ্টি করতে পারে না । আবার সবাই ভোগ করতে জানে না । ব্যবসায়ীরা জীবনকে ভোগ করতে জানে না । চাষীরাও জীবনকে ভোগ করতে জানে না । তারাই জীবনকে ভোগ করে যাদের জীবন চলে কলমের মাধ্যমে ।

কলম সৃষ্টি করে । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.