আমাদের কথা খুঁজে নিন

   

যাদের মুরোদ নেই, তারাই হুংকার দেয়: যোগাযোগমন্ত্রী

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আন্দোলনে যাদের মুরোদ নেই, মূলত তারাই আন্দোলনের নামে বেশি বেশি হুংকার দেয়। বিরোধী দল তাদের নেতা-কর্মীদের চাঙা করার কৌশল হিসেবে এটি ব্যবহার করছে। ’
আজ মঙ্গলবার সকালে সাভারের হেমায়েতপুরে শহীদ রফিক সেতু পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে যোগাযোগমন্ত্রী এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, সরকারের সাড়ে চার বছর চলে গেল। বিরোধী দল মাঝেমধ্যে কঠোর আন্দোলনের হুংকার দিলেও আসলে এগুলো সবই ছিল তাদের ফাঁকা বুলি।

রাজপথে তাদের কোনো কর্তৃত্বই নেই। ’
যোগাযোগমন্ত্রী এ সময় মেয়াদোত্তীর্ণ হওয়া টোল প্লাজার টোল মওকুফ করা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, এটি মূলত অর্থ মন্ত্রণালয়ের ব্যাপার। সেখানেই টোল মওকুফের সিদ্ধান্ত হবে। তিনি জানান, এ ব্যাপারে তিনি অর্থমন্ত্রীর সঙ্গে কথা বলবেন।
মন্ত্রীর সঙ্গে সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাসস। ।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.