আমাদের কথা খুঁজে নিন

   

তীরের কাছে আছি তাই / ঢেওকে পাই এত ভয়

সুখীমানুষ তীরের কাছে আছি তাই ঢেওকে পাই এত ভয়, দিলাম তরী দূরে ভাসাই কূল নাই, ভাঙ্গার কি ভয়? আমার কূল নাই, ভাঙ্গার কি ভয়?? এসো বলে কেউ ডাকেনি যেওনা বলেও বলার কেউ নেই, হৃদয়ের দাবি কেউ রাখেনি হৃদয় বলো তবে কারে দেই। আমি তার নই, যে আমার নয়। কূল নাই, ভাঙ্গার কি ভয়?? আমার যে আছে, যদি থাকে দূর কাছে কোন কিছুই না, তীরে দেখিনি তাকে অকূলেই সে করবে সীমানা। যে আমার, আমি তার নিশ্চয়। আমার কূল নাই, ভাঙ্গার কি ভয়?? ২৮-১১-১১, ঢাকা।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.