আমাদের কথা খুঁজে নিন

   

ইউরোপের চেক রিপাবলিকে দেশটির সরকারী খরচে পড়াশোনা করতে আবেদন করুন

ইউরোপের প্রাণকেন্দ্রে অবস্থিত প্রাগ শহরের সুন্দর্য্য দেখে বিমুহিত হয়না এমন পর্যটক মনে হয় পাওয়া যাবেনা । চেক রিপালিকের রাজধানী প্রাগে পড়াশোনা করতে যাওয়া, সুবর্ন সুযোগ বলতে হয় । দেশটির সরকার, উন্নয়নশীল দেশের ছাত্রদের জন্য বৃত্তির সুযোগ দিয়েছে। আমার দেশের ছাত্রদের এই শিক্ষাবৃ্ত্তি আবেদনে উৎসাহ দিতে এই পোষ্ট । চেক কতৃপক্ষের মতে প্রায় ৬০ বছর ধরে চেক সরকার উন্নয়নশীল দেশের ছাত্রদের জন্য এই বৃত্তির সুযোগ দিয়ে আসছে ।

এই পর্যন্ত প্রায় ২১ হাজারের বেশী বিদেশী ছাত্র এই বৃত্তির আওতায় দেশটির সরকারী বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ালেখা করার সুযোগ গ্রহণ করেছে। এই বিষয়ে বিস্তারিত জানতে ইন্সট্রাকশন ডাউনলোড করে কম্পিটারে বা প্রিন্ট করে সময় নিয়ে পড়ে দেখতে অনুরোধ করছি। Government Scholarships – Developing Countries Scholarship Awards within the Foreign Development Assistance Programme - offer for the academic year 2012/2013 Within its international development co-operation, the Czech Republic provides scholarships to study: • In Czech: Bachelor's degree programs (three to four years) Master's degree programs (four to six years) • In English: Follow-up Master's degree programs (one to three years) Doctoral degree programs (three to four years); • The language and preparatory studies organized by the Institute of Language and Preparatory Studies of the Charles University (1 year, only for applicants for a scholarship to study in Czech) Scholarships for study in the English language in the Follow-up Master's and Doctoral degree programs are awarded only for the following programs in economics and trade, computer science and agriculture. The Czech Government scholarship will not be awarded for any other programs in English. Natural Resources and Environment, Forestry, Water and Landscape Management, Technology and Environmental Engineering, System Engineering and Informatics, Information Management, Agricultural chemistry, Economics, Theoretical Economics, Economics, Economics and Finance. আবেদনের শেষ তারিখ : ১৫ জানুয়ারী Scholarship applications together with the required attachments are to be submitted to the appropriate Czech Embassy in the applicant’s country before the deadline set by the Embassy so that the applicants’ dossiers reach the respective Czech authorities (Ministry of Foreign Affairs and the Ministry of Education, Youth and Sport) by 15 January each year. ইন্সট্রাকশন: http://www.msmt.cz/file/17395 অফিসিয়ার ওয়েবসাইট: Click This Link আবেদন ফরম : http://www.msmt.cz/file/17399 চেক কতৃপক্ষ সরাসরি কোন আবেদন পত্র গ্রহণ করবেনা । ঢাকায় অবস্থিত চেক দুতাবাসে আবেদন পত্র পাঠাতে হবে । এ বিষয়ে কোন প্রশ্ন থাকলে দুতাবসে যোগাযোগ করতে বলা হয়।

ঢাকায় চেক দুতাবসের ঠিকানা Honorary Consulate of the Czech Republic in Dhaka 98, Gulshan Avenue C, E, S, (A) 48, Gulshan, Dhaka Phone: 008802/8821942, 9880043 Fax: 008802/8823290 E-mail: Head of the Mission Mahbubur RAHMAN Office Hours: Sunday - Wendesday 10.00 - 12.00  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।