আমাদের কথা খুঁজে নিন

   

পুঁজিবাজারে কালো টাকার অন্তর্ভূক্তি ও কিছু আলগা কথা

অন্তহীন আমাদের পথচলা,জীবনের বাঁকে-বাঁকে গতির পরিবর্তন। আর চাওয়া - পাওয়ার অসম সমীকরণ। এই নিয়েই আমাদের জীবন গত কিছুদিন আগে পত্রিকায় দেখলাম দেশের পুঁজিবাজার এর চলমান সংকট ও বিনিয়োগ বন্ধ্যাত্ব কাটাতে আসছে কালো টাকা বা অপ্রদর্শিত বিনিয়োগের সুযোগ । নিশ্চয়ই এইপ খবরে পুঁজিবাজার কিছুটা হলেও চাঙ্গা হবে । সাময়িকভাবে বাজার লাভবান হবে ।

সরকার হয়ত সাময়িক সাফল্য হিসেবে এটাকে গণনায় নিয়ে আসতে পারবে । কিন্তু দীর্ঘমেয়াদে এটি বাজারকে শুধু ক্ষতিই না বাজারের পুরো মেরুদন্ডকেই ভেঙ্গে দিয়ে যাবে । এর কিছু কারণ আছে । বলি তাহলে । প্রথমত,কালো টাকা বা অপ্রদর্শিত আয়ের মালিকেরা সবসময় এ ধরণের মওকা খুঁজে থাকে ।

ওরা সুযোগ পেয়েছে । এবার টাকা বাজারে খাটাবে ,এবং একটা নির্দিষ্ট সময় পরে সুবিধা বুঝে সে বাজার থেকে টাকা তুলে নেবে । এতে করে বাজার ক্ষতিগ্রস্থ হবে । দ্বিতীয়ত পুজিবাজারে বিনিয়োগের ফলে কালো টাকার মালিকদেরকে অতিরিক্ত কোন কর দিতে হবে না । এতে করে সরকার হারাবে বিপুল পরিমাণ রাজস্ব ।

তৃতীয়ত,হঠাত্‍ করে বাজারে বিপুল পরিমাণ বিনিয়োগ ও বিনিয়োগের আকস্মিক প্রত্যাহার বাজারকে অস্থিতিশীল করে তুলবে । আর বাজার যদি একবার অস্থিতিশীল হয় তবে তা ক্ষুদ্র বিনিয়োগকারীদের আস্থা হারাবে । এটাও এক ধরণের নেগেটিভ প্রতিক্রিয়া বটে । তাই আশা করবো সরকার ও পুঁজিবাজার সংশ্লিষ্ট নীতিনির্ধারণী প্রতিষ্ঠানগুলো সঠিক সিদ্ধান্তই নেবে । তারা সম্মিলিতভাবে এমন কোন পথ বের করবে যাতে দীর্ঘমেয়াদে সকলের জন্য মঙ্গলজনক হয় ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.