আমাদের কথা খুঁজে নিন

   

পুঁজিবাজারে ধস,ভাঙ্গচুর, দায়ী কে?

আমি দিতে প্রস্তুত,আপনি কি গ্রহণ করতে সক্ষম।
ঢাকার পুঁজিবাজারে রোববার এক দিনে সাধারণ সূচকে সর্বোচ্চ পতন হয়েছে। লেনদেন হওয়া প্রায় সব শেয়ারের দাম কমেছে। এ থেকে বোঝাই যাচ্ছে যে পরবর্তী কর্মকাণ্ড কি হবে। হ্য,আমি আন্দলোন,ভাংচুর,জালাও-পোড়াও এর কথাই বলছি।

ঠিক সেটাই হয়েছে আজ। কিন্তু আমার কথা হলো শেয়ার বাজারে শুধু ধসই হয়না, উর্ধগতিও হয় তখন এই বিক্ষভকারীরা কোথাই থাকেন। লাভটাই নিবেন লসটা কেন নিবেন না। তাছাড়া শেয়ার বাজার একটা জানার জায়গা, বোঝার জায়গা। নাজেনে নাবুঝে বিনিয়োগ করলে লসতো হতেই পারে।

যেমন আমার রুমমেট,সে শেয়ার বাজার সর্ম্পকে তেমন কিছু বোঝেনা,সে তার বন্ধুর কাছ থেকে তথ্য নেয় আর সেভাবে বিনিয়োগ করে। প্রথম প্রথম বেশ লাভ করেছিল,কিন্তু আজ দিগুণ লসে আছে। আনারাই বলুন এর জন্য কে দায়ী?
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.