আমাদের কথা খুঁজে নিন

   

বিমূর্ত পঙক্তি

স্বপ্নবাজ। একটা রাতের রংধনুর স্বপ্ন দেখি...। -কিঙ্কর আহ্সান বিমূর্ত পঙক্তি - কিঙ্কর আহ্সান রোদের তীব্রতায়, আধপড়া কবিতার শেষ কয়েকটি বিমূর্ত লাইন, কফির চুমুকে ঠোটের নীরব স্বাক্ষর, অস্থির অম্লরোগীর ঝলসানো বুকে, ঢুকে, এলোমেলো কিছু অক্ষর- হয়ে জীবন্ত পায়রা। দেয় উড়াল দুরে, নারীর নুপুরে, তাকে যদি যায় পাওয়া খুঁজে, চোখ বুজে, তবে পায়রা না চেয়ে আমি নারীর নামই জপ্ব।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।