আমাদের কথা খুঁজে নিন

   

বিমূর্ত শিল্পকর্ম

আপাতত ঘুরপাক খাচ্ছি! বোন তুই ঠিকমত মরতেও জানিস না মরেছিস তো মরেছিস মাথার ঘিলুটা পর্যন্ত থেতলে গেছে কোন শৈল্পিক কর্ম হিসেবে ফুটে উঠলো না তোর মৃত্যু আর এক ভাই মরেছে বুকের পাঁজর ভেঙ্গে বিভৎস শরীরটা ক্যামেরার পর্দায় সঠিকভাবে ফুটে উঠলো না তাই খোদ ক্যামেরাম্যান নাখোস। ছোটলোকগুলো ঠিকঠাক মরতে জানে না হাসতে জানে না কাঁদতে জানে না সারাদিন কাজ কাম করে ক্লান্ত হয় ঠিকঠাক মত ঘুমাতেও জানে না ইতরের মত চিৎ হয়ে ঘুমায় ভাত খায় হাপুস হুপুস করে মোদ্দাকথা তাদের বেঁচে থাকা কিম্বা মরে যাওয়া বা জীবন ধারণের কোন পর্যায়ে শৈল্পিক কোন গুণই প্রস্ফুটিত হয় না। একমাত্র তোমরা যখন বিদ্রোহী হয়ে ক্ষুধার্ত সিংহের মত গর্জে উঠো একত্রে তখন তোমাদের প্রতিটি হাত এক একটি বিমূর্ত শিল্পকর্ম হয়ে উঠে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।