আমাদের কথা খুঁজে নিন

   

বিমূর্ত রূপ

শাদা পরচুল অন্ধকার

আমি ঘৃনায় ঘৃনিত - তোমার শাপে শাপিত, বেদনায় বেদনার্ত ; আশার ভঙ্গে ব্যথিত। ব্যথার তাপে উত্তপ্ত- সব ভালো মোর গুপ্ত, এ বঞ্চনা অপমান- সহিতে চাহে না প্রাণ। এযে আমারি সত্ত্বার বেদনার্ত প্রতিবাদী রূপ! আমি কভু উচ্ছসিত, অতনু আশে তৃষ্ণার্ত- প্রেমের টানে উত্থিত, হয়ত বা জোয়ারিত! ভালো লাগা শিহরণ হৃদয়ে প্রেম স্পন্দন- সকলের আগমন; ভরায় আমার প্রাণ। এ মোর সত্ত্বার মানবীয় চির বিকশিত রূপ! এই আমার আমিত্ব, চিরদিনের কবিত্ব - স্বপ্ন ভাবাবেগে সিক্ত! স্পর্শে স্পর্শে সঞ্চারিত। দিবা নিশি সারাবেলা- মম কল্প চিত্র কলা, সকল সুরের মেলা - করে মোর মনে খেলা। এই আমার সত্ত্বার চির স্বপ্নচারী এক রূপ! তোমাদের ভালবাসা, এ প্রাণের শত আশা- সেদিন হবে কুয়াশা! সে শেষের ভয়ে ভীত- মম চিত্ত বিচলিত। তোলে মনে সংশয়- চির বিদায়ের ভয়। অন্তর ভরে ব্যথায়। এ আমারি সত্ত্বার ভীত চিত্ত হতাশাগ্রস্থ রূপ! যেদিন হারাব হায়- স্বপ্ন দেশে নীলিমায়; সেদিন রেখ আমায়- তব মনের কোঠায়! নবীন পল্লবছায় - মৃগের চপলতায়; বটবৃক্ষের ছায়ায়- পাবেই খুজে আমায়! এরা সকলে আমার শেষ সত্ত্বার বিমূর্ত রূপ! তাং:২৪-০৯-০৬

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।