আমাদের কথা খুঁজে নিন

   

বিমূর্ত প্রার্থনা।

ভোরের জলাশয়ে ডুবে থাকা /আত্মপ্রবঞ্চক রোদের কফিন নিয়ে এসেছি /আমার পাঁচ ফুট আট ইঞ্চি দেহের /শেষকৃত্যে চিৎকার করে আবৃত্তি করি /'ঈশ্বর একাকী তাই বিষাদ্গ্রস্থময় /আমি কেন বিষন্ন হবনা'

চাঁদ উঠেনি সেদিন। গাঢ় নীল আঁধারে নিজের ছায়াকে ও প্রেতাত্মা ভেবে ভুল করেছিলে তুমি। অথচ আমি যে এসেছিলাম বিরহী বাতাস হয়ে ছুঁয়ে গেছি তোমার এলো চুল তুমি একটুও বোঝোনি। আজ পরাজিত জোছনায় আমার কান্নাগুলো আলেয়ার মত নিমিশে মিলিয়ে যায়। বুক জুড়ে দুঃখের আর্তনাদ আজ যে জোছনা। আমি আধাঁর, তাই পুড়ে যায় আমার দেহ মায়াবী আলোয়, তোমার জানালার শার্শিতে আমার আর্তনাদ প্রতিধ্বনিত হয় শির-শির করে আমি হারাই শত জনমের কষ্ট নিয়ে। ওগো মেয়ে, তাই প্রতি জোছনার রাতে তোমার ফুলদানিতে একটু আঁধার জমিয়ে রেখ ভালবেসে, এ আমার বিমুর্ত প্রার্থনা আজ এই চাঁদনী পসর রাতে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।