আমাদের কথা খুঁজে নিন

   

পৃথিবীর সবচে সেক্সি নারী হ্যাকারের নিউ ইয়র্কের কোর্টে হাজিরা (১৮+) !!!

তাশফী মাহমুদ বিশ্বের সবচে সুন্দরী এবং সেক্সি নারী হ্যাকার রাশিয়ার মেয়ে ক্রিষ্টিনা সেচিনকায়া আমেরিকার নিউ ইয়র্ক শহরের কোর্টে হাজির হয়েছেন। তার বিরুদ্ধে অভিযোগ হলো, তিনি ইউরোপের একটি ব্যাংক থেকে ৩৫ হাজার ডলার ইন্টারনেটের মাধ্যমে চুরি করেছেন। সেক্সি পোষাকে কোর্ট রুম ক্রিষ্টিনা নিউ ইয়র্ক অবজারভার পত্রিকার এক রিপোর্ট অনুযায়ী জানা যায় যে, ক্রিষ্টিনা যদিও কোর্টরুমে কাদছিলেন, কিন্তু তার পড়নে ছিল শরীর-চাপা জিন্স, আর উচু বুট জুতা। বেশ সেক্সি, তাই না? ক্রিষ্টিনাকে একটি হ্যাকার দলের অংশ হিসেবে দোষী করা হয়েছে। তবে, জুরি বোর্ড এখনও নিশ্চিত নয় যে, ক্রিষ্টিনা আসলেই একজন সত্যিকারের হ্যাকার কি না! তাকে দুটো কোর্টে দুটি ভিন্ন অপরাধে অভিযুক্ত করা হয়েছে।

একটি কোর্টে বলা হয়েছে যে ক্রিষ্টিনা ব্যাংকের টাকা চুরি করে সাইবার ক্রাইম করেছে; এবং অপর কোর্টটিতে বলা হয়েছে যে, ক্রিষ্টিনা জাল পাসপোর্ট ব্যবহার করেছে। জুরিরা বলছেন, এটাকে হয়তো ঠিক হ্যাকিং বলা যাবে না। আইনজীবিরা যুক্তি দেখিয়ে বলছেন যে, ক্রিষ্টিনাকে একটি হ্যাকিং দলের সদস্য হিসেবে চাকুরী দেয়া হয়েছিল, যেই দলে মোট দুই ডজনেরও বেশি হ্যাকার কাজ করে থাকে; এবং যারা ভুয়া পাসপোর্ট বানাতে পারে। বিখ্যাত নারী হ্যাকার ক্রিষ্টিনা কিন্তু কোর্টের আঙ্গিনায় ক্রিষ্টিনা হ্যাকার হিসেবে প্রমাণিত হোক বা না হোক, তার কার্যক্রম হ্যাকিং-এর সাথে জড়িত তাতে কোনও সন্দেহ নেই। কিন্তু তার পোষাক কী বলে দেয়? সে খুবই আকর্ষনীয় এবং কাছে টানার মতো মায়াবি।

সাধারনত কমপিউটার বিজ্ঞানে মেয়েরা ততটা ভালো হয় না। এই পৃথিবীর সব বিশাল আবিষ্কার পূরুষদের। সেখানে ক্রিষ্টিনার মতো মেয়েরা পৃথিবী জয় করবে, সবার নজরে আসবে সেটাই স্বাভাবিক। তাই হয়তো পশ্চিমের মিডিয়া ক্রিষ্টিনাকে নিয়ে নাচছে। সাথে আমরাও।

 ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.