আমাদের কথা খুঁজে নিন

   

মুক্তির স্লোগান

আকাশ ভরা জোৎস্না দেখি হে মহান বীরসেনানীরা তোমরা আমাদের জন্য নিজ জীবন করে গেছ দান। কিন্তু বেঈমানদের শেষ করে দাওনি কেন? তারা এখনো তোমাদের অবদান স্বীকার করে না। তোমাদের রক্তকে অপমান করে। তোমরা তাদের কাছে প্রতিদান চেও না। আমরাতো আছি।

তোমাদের প্রতিদান দিবেন মহান সৃষ্টিকর্তা। তোমরা ভেব না। এখনও লক্ষ সেনানী বেঁচে রয়েছে। তোমাদের দান বৃথা যেতে দেব না। কতিপয় বেঈমান ২০০১ এ বাংলাদেশের পতাকা সেই বেঈমান পিশাচদের গাড়িতে লাগিয়ে দিয়েছিল।

এই দেশের মানুষ বেঈমানদের কাছ থেকে পতাকা ছিনিয়ে এনেছে। অনেক আশা নিয়ে তারা আওয়ামীলীগকে নির্বাচনে রায় দিয়েছিল, কিন্তু আওয়ামীগও বেঈমানী করেছে বিচার না করে। এখন বিপ্লব ছাড়া আর কোন পথ খালি নেই। আইন যেখানে ব্যর্থ মুক্তির স্লোগান সেখানে অবশ্যম্ভাবী। হে শহীদ মুক্তিকামীরা তোমরা দেখ চেয়ে লক্ষ সেনানী বেঁচে আছে এখনও, তারা তোমাদের রক্তের শফথ নিয়েছে।

একটা একটা করে শেষ করা হবে ষড়যন্ত্রকারীদের। নিশ্চয় সেই দিন বেশী দূরে নয়। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।