আমাদের কথা খুঁজে নিন

   

বাবুই ও চড়ুই

জীবনের প্রত্যেক প্রবাহ অমৃত চায়। চড়ুই পাখিরে ডাকি, বলিছে বাবুই, ‘আয় ভাই এক সাথে নিজ ঘরে শুই; মৃদুল বাতাস এসে দোলা দিয়ে যাবে, দোল খেতে খেতে তুমি বহু সুখ পাবে; মুক্ত আকাশে আমরা উড়িয়া বেড়াই, নিজের বাসায় থেকে শুধু গান গাই’। চড়ুই ভাবিয়া বলে, ‘ কাঁচা সেই ঘর- ভাঙ্গিয়া পড়িবে তাহা হয় যদি ঝড়; দালানেতে থাকি আমি ভয় নাহি পাই, এতো কষ্ট করে ঘর আমি না বানাই; রেডিমেট বাসা মোর মজবুত খাসা, ইচ্ছেমতো বদলাই আমার এ বাসা।  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।