আমাদের কথা খুঁজে নিন

   

টিআইবির প্রতিবেদন ষড়যন্ত্রমূলক: কামরুল

আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, রাজনৈতিক নেতাদের চরিত্র হনন ও বিচার বিভাগকে বিতর্কিত করতেই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এ মুহূর্তে প্রতিবেদন প্রকাশ করেছে। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। রাজনৈতিক নেতাদের চরিত্র হনন ও বিচার বিভাগকে বিতর্কিত করার জন্য একটি শ্রেণী উঠেপড়ে লেগেছে। দেশের ক্রান্তিকালে টিআইবির প্রতিবেদন এই ষড়যন্ত্রেরই অংশ।
আজ বুধবার রাজধানীর রামসীতা মন্দিরে রথযাত্রা উত্সব উপলক্ষে এক আলোচনা সভায় কামরুল এসব কথা বলেন।


কামরুল ইসলাম বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে হলে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আর এজন্য ধর্মীয় উন্মাদনা সৃষ্টিকারীদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে। তিনি বলেন, ‘আজকে আবারো ১/১১-এর পুনারাবৃত্তির চেষ্টা চলছে। দেশকে অন্ধকারের অতল গহ্বরে নিয়ে যাওয়ার জন্য কাজ করছে এক অশুভ শক্তি। রাজনৈতিক নেতৃবৃন্দ দেশ পরিচালনা করবে।

তাঁদের চরিত্র হননের অপচেষ্টা সফল হবে না।
এরপর হিন্দু নেতাদের নিয়ে এই ধর্মাবলম্বীদের শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উদ্বোধন করেন আইন প্রতিমন্ত্রী।
এ সময় উপস্থিত ছিলেন মন্দিরের সেবায়েত ও কমিটির সভাপতি গণেশ চন্দ্র ঘোষ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা সৈয়দ হাসান ইমাম, কবি রবীন্দ্র গোপ, রামসীতা মন্দিরের সাধারণ সম্পাদক অরুণ সরকার প্রমুখ। ।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.