আমাদের কথা খুঁজে নিন

   

সামনে বিপদজনক রাস্তা !মুরব্বীদের দোয়া নিয়ে বাইর হইয়েন । আল্লাহর নাম তো নিবেনই ।

১৭ নভেম্বর ২০১১ তারিখে লন্ডন ভিত্তিক শিল্পী জো হিল এবং তার দলের আঁকা এই 3D রোড আর্টটি পৃথিবীর সর্ববৃহৎ 3D রোড আর্ট হিসাবে গীনিস ওয়ার্ল্ড রেকর্ডস এ অন্তর্ভুক্ত হয়, তাঁরা ১১৬০.৪ বর্গমিটার দৈর্ঘ্যের এবং ১০৬.৫ মিটার প্রস্তের 3D আর্টটি এই অবিশ্বাস্য কৃতিত্ব অর্জন করে। এর আগের রেকর্ডটি ছিল ৮৯২.১৫ বর্গমিটার দৈর্ঘ্যের চীনা শিল্পী qi Xinghua দ্বারা আঁকা। এডগার ম্যুলার (Edgar Mueller) এর আঁকা এই 3D রোড আর্টটি দেখে যে কেও মনে করতে পারেন যেন আগুন জ্বলছে, আসলে প্রায় পুরো রাস্তাটাই অসাধারণ একটা ক্রেকিং আবহ তৈরি করেছিলেন। এই 3D রোড আর্টটি দেখে কে না থমকে দাঁড়াবে আসলেই কি এটা মস্ত বড় ফাটল? আকাশে আগুন জ্বলছে? ভাল করে লক্ষ্য করুন, মানুষ কে বিভ্রান্তিতে ফেলে দেওয়া চোখ ধাঁধানো সুন্দর এই চিত্রকর্ম টি চীনের একটি রাস্তায় আঁকা হয়েছে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.