আমাদের কথা খুঁজে নিন

   

পৃথিবীর সর্বপ্রথম ভিডিও

পৃথিবীতে এখনো ভাল মানুষের সংখ্যাই বেশি এই আধুনিক যুগে চিত্তবিনোদনের মাধ্যম হিসেবে ভিডিওর গুরুত্ব অপরিসীম। এখন চোখ ধাধানো ভিডিও দেখে গা সওয়া হয়ে গেছে। তাই এভাটার দেখলেও বলি, সবই তো কম্পিউটারে করা। এ আর এমন কী! কিন্তু শুরুটা এমন ছিল না। পৃথিবীর সর্বপ্রথম করা সেলুলয়েড ভিডিওর দৈর্ঘ্য ছিল কত জানেন? মাত্র ২.১১ সেকেন্ড! যা আজ থেকে প্রায় ১২৪ বছর আগে, ১৮৮৮ সালে করা হয়েছিল।

ভিডিওটির নাম রাউন্ডহে গার্ডেন সিন (১৮৮৮) । এটি করেছিলেন লুই অগাস্টিন লে প্রিন্স। এই কৃতিত্বের জন্য তাকে 'ফাদার অফ সিনেম্যাটোগ্রাফি' বলা হয়। গ্রেট ব্রিটেনের লিডসের রাউন্ডহে নামক এলাকায় হুইটলি পরিবারের বাগানে ভিডিওটি করা হয়। মাত্র দুই সেকেন্ডের একটু বেশির এই ভিডিওতে বাগানে কয়েকজন হাটছেন, এই যা দেখানোর।

এখন শুনে হাস্যকর লাগলেও তখনকার দিনে এই দেখেই মানুষজনের চোখ কপালে উঠে যেত। ভিডিও কি জিনিস তাই তো মানুষজন জানত না! ক্যামেরার টেকনোলজি তখনও উন্নত না হওয়ায় প্রথমদিককার ভিডিওগুলি এমনি কয়েক সেকেন্ড থেকে মিনিট পর্যন্ত। স্ক্রিণশটঃ ভিডিওটি ইউটিউবে দেখার লিঙ্কঃ ইউটিউব না আসলে বিকল্প লিঙ্কঃ http://commons.wikimedia.org/wiki/File:Roundhay_Garden_Scene.ogg ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.