আমাদের কথা খুঁজে নিন

   

চারিদিকে নুয়ে পড়ে ফলেছে ফসল... তাদের স্তনের থেকে ফোঁটা ফোঁটা পড়িতেছে শিশিরের জল.........

পরির্বতনের সময় এখন.... চারিদিকে নুয়ে পড়ে ফলেছে ফসল তাদের স্তনের থেকে ফোঁটা ফোঁটা পড়িতেছে শিশিরের জল প্রচুর শস্যের গন্ধ থেকে-থেকে আসিতেছে ভেসে.........কবি জীবনানন্দ দাশ এসেছে অগ্রহায়ন...এসেছে খুশির বান...পড়েছে ধুম, ধান কাটার...আজ নতুন করে হবে নবান্ন সবার ঘরে ঘরে....তাইতো আজ কৃষান কৃষানির মুখে হাসি...তারা গাইছে গান..আনন্দ মনে..."নিজের গোলায় তুলব ধান, গাইব গান, ভরবে প্রাণ"ফসল কাটা ও ঘরে তোলার এক আনন্দের মৌসুম শুরু হলো বাংলার প্রকৃতিতে। হেমন্তের পাকা ধান ঘরে তোলার উৎসব 'নবান্নের' শুরু। সবাইকে নবান্নের শুভেচ্ছা............

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।