আমাদের কথা খুঁজে নিন

   

চারিদিকে জৈব জৈব

শব্দশিখা জ্বলে...

আ ব দু র র ব শোভামান...নদী-পাহাড়-ঝর্না আর ঝোপের ধারে পাথরের ফুল, ধাতব ঝালরে মোড়া শ্যামলা অস্তিত্ব। শরীরে প্রকাশ, আত্মায় রথচক্র, বহুগুণনে গড়ে ওঠে গৃহস্থলি। মৌসুমি বায়ু এলে জলের হিসেব কষে জনপদ; শুরু হয় রেইন ওয়াটার হার্ভেস্টিং। ব্যাপক রাসায়নিক ব্যবহারের পর চারিদিকে জৈব জৈব…উঠে আসে কম্পোস্ট তৈরির নিয়ম-কানুন! পুরানো চিন্তার জৈবসার দিয়ে লেখা হবে নতুন ইতিহাস... ফলনে নিহিত খাদ্যনিরাপত্তা, এই প্ররোচনায় ফেরোমন দিয়ে পোকাকে মত্যুফাঁদে পা দিতে আকৃষ্ট করি, পতঙ্গস্তুপ গড়ে তুলি- বোতলে বোতলে। ছিল রাসায়নিক সংকেত, বহুধা প্রয়োগে এখন তা কতনা সম্ভাবনাময়! নারী কন্ঠ শুনে বৃক্ষও বাড়িয়ে দেয় বৃ্দ্ধি। পাখিবালিকারা গান গায়, অদ্ভুত আকাঙ্খা জাগে মনে। সময় উচু হয়ে ওঠে সন্তানসম্ভবার তলপেটে। চিনামাটি তার সাথে যেতে বলে পাত্রপটে। তবু যা হয়, উৎপাদন শেষে নগরেই সাজানো হয় খাদ্যসম্ভার! তাদেরই চাই ফুড প্রসেসর, ভাইব্রেটর, ৩৬০ ডিগ্রি আনন্দ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।