আমাদের কথা খুঁজে নিন

   

চারিদিকে চোরাবালি২

ছবি দেশের নব্বই ভাগ সচেতন নাগরিক যুদ্ধ অপরাধী রাজাকারদের আইনসম্মত স্বচ্ছ বিচার চায়। সরকারের সমস্যাটা কোথায়? তারা কি কারনে ভয় পাচ্ছে? ভয় না পেলে একটার পর একটা ইস্যু তৈরি করে দিচ্ছে কি জন্য বিরোধীদের। জামাত ছোটো দল হলেও তারা খুবই সুশৃঙ্খল এবং পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বড় দলকে ঢাল বানিয়ে এটা বোঝার জন্য আইনস্টাইন হবার দরকার হয় না।সরকারকে ব্যাপারটা যতটা না শক্তি তার চেয়ে বেশি কৌশল নিয়ে রাজনৈতিক ভাবে মোকাবেলা করতে হবে। এবং তাদের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এই একটা বিষয়ে জনগন দ্বিধাহীন ভাবে তাদের সাথে আছে। জন বিচ্ছিন্ন হবার কারনে তারা সেটা উপলব্ধি করতে পারছেনা, অথবা বিষয়টা নিয়ে তারা ঘৃণ্য রাজনৈতিক খেলায় মেতেছে। সত্যি সরকার যুদ্ধপরাধিদের বিচার আক্ষরিক ও আন্তরিক ভাবে চায় তো?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।