আমাদের কথা খুঁজে নিন

   

চারিদিকে চোরাবালি !

ছবি পত্রিকার পাতা,বেসরকারি মিডিয়া ও অন্যান্য খবরের সুত্রগুলো এখন সরব পরস্পর ঘটে যাওয়া কয়েকটি প্রশ্নবোধক ঘটনা নিয়ে। চলছে এর নানা রকম ব্যাখ্যা বিশ্লেষন,কেউ বলছে নিছক দুর্ঘটনা কেউ বলছে পরিকল্পিত দুষ্কর্ম। আবার কেউ এর সাথে রাজনৈতিক সংস্লিষ্ঠতার যোগসুত্রও খুজছেন। ঘটনা বা দুর্ঘটনা নিয়ে নানান মন্তব্য মতবাদ থাকতেই পারে বিশেষ করে দ্বিধাবিভক্ত আমরা বেশির ভাগ ক্ষেত্রেই ঘটনার মূলে বা গভীরে যেতে চাইনা। এটা আমাদের একটা বৈশিষ্ঠ বলা যেতে পারে।

যত তাড়াতাড়ি ঘটনার উপসং হার টেনে তা ভুলে যাওয়া যায় অথবা প্রতিপক্ষের বিপক্ষে ব্যাবহার করা যায় এতেই যেন সমাপ্তি। আর এর করুণ পরিনতি যাদের বরণ করতে হয় তারা হলেন এ দেশের সাধারন খেটে খাওয়া খুব অল্পে সন্তুষ্ট ব্যাপক জনগোষ্ঠী । এগুলো খুব সাধারন বিশ্লেষন,বেশির ভাগ সচেতন শ্রেনীভুক্ত ব্যাক্তির কাছে ব্যাপারটা পরিষ্কার। তারপরও এ শ্রেনীভুক্ত আমরা কখনই সম্মিলিত উদ্যোগ নেবনা। চাইবোনা এদেশের দুঃখি জনসাধারন যেন সচেতন হয় মুষ্ঠিমেয় কিছু রাজনীতিবীদ ও সুশীল সমাজের প্রতিনিধিদের বিরুদ্ধে যারা অত্যান্ত সচেতন ভাবে পরিকল্পনা আঁটে কিভাবে একটি ষড়যন্ত্রকে আরেকটি ষড়যন্ত্র দিয়ে ঢেকে দিতে হয় বিদেশী প্রভুদের সন্তুষ্ঠ করবার জন্য।

কিভাবে দৃষ্টি ও চিন্তার খাতকে পথভ্রষ্ট করতে হয়, তাতে কিছু মানুষ নামের জীবের প্রানহানী। । । । ।

। । । । ! কোন ব্যাপারই না।

চারিদিকে চোরাবালি ক্রমেই ডুবে যাচ্ছে আমাদের বাংলাদেশ,কারো কী জন্ম হয়নি?কেউ কী আসবেনা টেনে তুলতে? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।