আমাদের কথা খুঁজে নিন

   

শিশু একাডেমী: পৌছলাম

আমার ব্যক্তিগত ব্লগ আমার পুরানো ডায়রী থেকে: কয়েকদিন আগে হাফসা আপা টেলিফোন করে বলেছিলেন, ১৬ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষ্যে শিশু একাডেমীতে একটা অনুষ্ঠান হবে। অনুষ্ঠানের শুরুতে ক্বেরাত পড়ার জন্য বড় বিলাইকে যেতে হবে। কিন্তু বড় বিলাই শুক্রবার স্যারের বাসায় পড়তে যায়। তাই ঠিক করা হলো শেখাকে (আমার সবচেয়ে ছোট বোন) নিয়ে আমি যাব। টেলিফোনে বলা হয়েছিল সকাল ৮টায় যথাস্থানে পৌছতে।

কিন্তু বাংগালী এতো সকালে অনুষ্ঠান আরম্ভ করবে, ঠিক বিশ্বাস হলো না। তাই শুক্রবার সকাল ৭:৩০ তে ফোন করলাম, কেউ ধরল না। আবার ৮টায় ফোন করলো শেখা। এবার কেয়ার টেকার শ্রেনীর কেউ ধরল এবং বলল ১০টায় অনুষ্ঠান আরম্ভ হবে। এখন আমাদের যাত্রার সময় নির্ধারনের পালা।

বড়পা বলল ৯টায় রওনা হও। আম্মা বললেন, ১০টায়। আমি ঠিক করলাম ৯:৩০ এ রওনা হবো। শেষ পর্যন্ত ৯:২০ এ রওনা হলাম। এবং আশ্চর্যজনক ভাবে ১০টাকায় রিক্সাও পেয়ে গেলাম।

যাওয়ার সময় দেখলাম বিজয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশ ব্যাংক আর সোনালী ব্যাংক সুন্দর ভাবে লাইট দিয়ে সাজানো হয়েছে। আর শাপলা চত্বরে আওয়ামীলিগ শেখ মুজিবের বানী সহ ব্যানার টানিয়েছে। এছাড়া প্রেস ক্লাবের সামনেও দেখলাম ঐরকম ছবি। দূ'টো ট্রাক দেখলাম, যেখানে সংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। এছাড়া একদল অনশনকারীর বক্তৃতা শুনতে পেয়েছিলাম।

রাস্তা থেকে এদের দেখা যাচ্ছিল না। স্টেডিয়ামের পাশে দেখলাম সাড়ি সাড়ি খালি বাস দাড়িয়ে আছে। ব্যাপারটা অনুমান করা খুব সহজ। ঢাকা স্টেডিয়ামে আজ শিশু-কিশোর সমাবেশ হচ্ছে তাই এসব বাসে সবাইকে আনা নেয়া করা হচ্ছে। শিশু একাডেমী পৌছে দেখলাম মেইন গেটের ভিতরে রিক্সা ঢুকতে দেয়া হচ্ছে না।

রাস্তা থেকে হেটে ভিতরে ঢুকলাম। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.