আমাদের কথা খুঁজে নিন

   

আমরা মানুষেরা কিসের মত ?

"" It is a difficult thing to tell the story of a life;and yet more difficult when that life is one's own. "" আমরা মানুষেরা কিসের মত নতুন নতুন প্রেমে পরলে আমরা যেন কুকুর হয়ে পড়ি লাজ-শরম সব জলে ফেলে তার পিছু-পিছু ই ঘুরি। আমরা মানুষেরা কিসের মত ? যখন কারো উপর অতি ক্ষিপ্ত তখন আমরা যেন পুরোই হায়েনা আঘাতে আঘাতে মনটাকে করি জর্জরিত শুনতে চাইনা কোনই বাহানা। আমরা মানুষেরা কিসের মত ? যখন আমাদের বিবেক পায় লোপ পশুর ন্যায় আমরা হিংস্র, নিষ্ঠুর আরেক মানুষের রক্ত লোলুপ মনটা হয়না এক বিন্দু ও বেদনাবিধূর। আমরা মানুষেরা কিসের মত ? তবে, বিপদে দিশেহারা যখন অপর একজন হাত বাড়িয়ে দিই দেবদূত হয়ে। এ দৃশ্য দেখে অপলক প্রকৃতি এক ফোঁটা অস্রু পড়ে গরিয়ে। আমরা মানুষেরা কিসের মত ? অন্যের জীবন যখন বর্ণহীন আমরা যেন হই প্রজাপতি, নিজের সব রঙ ঢেলে করি তাকে রঙিন সম্মানে মাথা নোয়ায় সকল সৃষ্টি প্রজাতি। আমরা মানুষেরা কিসের মত ? মানুষের প্রতি বন্ধুত্তের হাত বাড়াতে আমরা গাই কোকিলের গান, তখন বলতে খুব-ই ইচ্ছে হয়, "সত্যি, মানুষ মহান" ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।