আমাদের কথা খুঁজে নিন

   

জলপাই রঙের মেঘ

যদি স্বপ্ন দেখার সাহস থাকে মনে, তবে এসো হয়ে যাক.... আগুনের পেয়ালায় ভালবাসা এক্কাপ...।!! ১৯৭১ আর ২০১৩, ৭,২৫,২৬ আর ১৬ আমার আকাশ জুড়ে জলপাই রঙের মেঘ, রক্ত বৃষ্টির নোনা স্বাদে দেবতাদের বিষাক্ত আমোদ। সত্যিকারে স্বাধীনতার অপেক্ষা, প্রানের অস্পৃশ্য করিডোরে হেটে যায় শহিদের প্রেতাত্মারা নিপাট আশাহত গোমড়া মুখে। চালতা পাতার রসে জননী বন্ধা, তাই সোনার মাটিতে রাজাকার আর পুকুর চোরের জন্ম হয় মমতা যেখানে কুকুর পোষা দেশ মাত্রিকা সেখানে নষ্ট সময় কেবল। *** এতটা কাল পর আমি স্বাধীনতাকে খুজি!! খেতে না পাওয়া মানুষ গুলুর মুখে , ধর্ষিতার চোখের জলে , সন্তান হারা মা বাবার অসহায় আকুতিতে , স্বাধীনতা খুজে ফিরি নিরিহ মানুষ গুলির আয়োজন হীন সলিল সামাধির নামে নিছক পুতে রাখায় , স্বাধীনতা অপমানিত মুক্তি যুদ্ধার ঘৃণা ভরা হাসি। স্বাধীনতা খুজে ফিরি রাজাকারের ঘাড়িতে উরা পতাকায় ওদের এদেশের মাটিতে আজো বেঁচে থাকা চমৎকারে। আমি স্বাধীনতা খুজি বেকার জুবকের ক্ষয়ে যাওয়া জুতুর তলা কিংবা প্রতিটি বাঙ্গালীর অসহায়ত্বে। আমি স্বাধীনতা খুজি না পাওয়া স্বাধীনতার অধরা প্রহসনে *** উৎসর্গঃ প্রাণ নিয়ে প্রাণ হীন বেঁচে থাকা সকল বাঙ্গালিকে , যারা আমৃত্যু স্বাধীনতা খুজে ফিরে পাগলের মতো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।