আমাদের কথা খুঁজে নিন

   

জলপাই

নিঃস্বার্থ মন্তব্যকে ধন্যবাদ, সাময়িক ভাবে আমি মন্তব্যে নেই সৈনিকের টুপিতে এনগ্রেভ করা চিরল অলিভ পাতা শান্তির পরিশ্রমে অশান্তির দূত কখনো সুমিষ্ট গানের মত চেখে দেখি না মিষ্টি স্বাদ, তবু কুড়িয়ে নিতে বৃন্তচ্যুত কাচা ফল ঝড়ের হাওয়ায় ছুটে আসে পাড়া দন্তু চূড়ায় নুন ছড়ানো - অম্লের তীব্রতায় বিদ্যুৎ স্পৃষ্ট চক্ষুমণি অদৃশ্য হয়ে যায়; ব্যথা বিলাসী স্বাদগ্রন্থি এবং দন্তমূল ধরে রাখে অম্লের স্বাদ তরবারীর শানে টকটকে ইস্পাত তেলের নহরে জলপাইয়ের তেলে ডুবিয়ে নেয়; লিওনার্দোর বাগিচায় জলপাইয়ের পাকা ফলে নদী বয়ে গেছে; স্বর্গীয় জয়তুনের তেল পিদিম আলো ঘুরে ঘুরে জ্বলে সাহারার তাবু তে। --- ড্রাফট ১.৫

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।