আমাদের কথা খুঁজে নিন

   

তারেক জিয়ার মেয়ে জায়মার ছবি ব্লগে দিলে কোন সুশীল (উত্তম নাপিত) তখন কি কৈতেন ?: জাফর ইকবালের মেয়ের ছবি প্রসংগ

ভালো খবর প্রচারে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ব্লগার নিদালকে একটা রিপ্লাই দিছিলাম তার ব্লগে সেইটা এই রকম: দ্যাখেন ভাই , জাফর ইকবালকে অপছন্দ করার কারন উনি ভালো কথার লাড্ডুর ভেতরে নাস্তিকতার ক্যাপসুল খাওয়াতে চান কিশোর কিশোরীদেরকে। ধর্মকর্ম তেমন না করলেও আকাম কুকামও করিনা। একজন সাধরন আস্তিক হিসাবে আমি যতটুকু ভালো কাজ করি (পরিমানে কম হলেও) আমার ধর্ম ইসলাম , আমার নবী হযরত মোহাম্মদ (সাঃ) এর প্রতি ভক্তি একটা কারন। এই লোকটা চুড়ান্তভাবে ইসলামবিদ্বেষী। এবিএম মুসাও মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলেন , জামাতের বিপক্ষে বলেন , যুদ্ধাপরাধের পক্ষে বলেন , আবুল মকসুদ ও বলেন, উনাদেরকে আমি সম্মান করি।

জাফর ইকবাল এই জায়গায় খুবই খারাপ কাজ করেন নাস্তিকতা ফেরী করে। জামাতকে আমিও পছন্দ করিনা, আমিও চাই যুদ্ধাপরাধীদের বিচার হোক। জাফরের মত ছুপা নাস্তিকরা আমাদের মোড়ল বুদ্ধিজীবি হবে এটা চাইনা। কোনদিনও চাইনা। আর অনেকে ব্লগে সুশীল ভাব নিতেছেন।

ব্লগে তো আছি অনেকদিন ধরে। আজকে যদি তারেক জিয়ার মেয়ে জায়মা কে নিয়ে কিছু আপত্তিকর ছবি ব্লগে দিতো তো সেই যে কি পিঠ চাপড়ানী আর জিয়া , খালেদা জিয়া , তারেক জিয়াকে অকথ্য ভাবে গালাগালি করতো সেটা ভালো করে জানি। আপনি এখন আমাকে ভিন্ন ব্যাখ্যা দিলেও আমি মানবো না। আমি ভালো করেই জানি এখনকার সুশীলদের মুখ দিয়ে কি কথা বের হৈতো তখন। যে উপদেশ দেয় তার ব্যক্তিগত জীবনের একটা দায়বদ্ধতা থাকে মানুষের কাছে।

তার নিজের মেয়ে যে এগুলো করে সেটা উনি ভালো করেই জানেন। চালাকী করে বলবেননা যে না উনি এসব জানেননা। উনার বড় বড় উপদেশ দেয়া সাজেনা। আশাকরি বুঝাইতে পারলাম। আর কথায় কথায় বিএনপি -জামাত পন্থী শব্দগুলা ব্যবহার করবেননা।

এগুলা প্রথমআলো টেকনিক। বিএনপি জামাত বলে কিছু নাই। বিএনপি আলাদা , জামাত আলাদা। এগলা ভোটের জোট , আদর্শের জোট না। নইলে আমরাও বলবো ৯৬ এর আওয়ামী জামাতপন্থী।

আমি বিএনপিপন্থী। আমি জামাতপন্থী না। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.